TRENDING:

Allu Sneha Reddy: মায়ের সঙ্গে মহাকুম্ভে বিজয় দেবরকোন্ডা, সঙ্গে ছিলেন আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিও, সবাই মিলে ঘুরলেন কাশী

Last Updated:
Vijay Deverakonda: মহাকুম্ভে এসেছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। সঙ্গমে ডুব দেন। ঘুরে দেখেন কাশী। অভিনেতার সঙ্গে ছিলেন মা মাধবী দেবরকোন্ডা, ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের কয়েকজন সদস্য। ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিকেও দেখা গিয়েছে তাঁদের সঙ্গে।
advertisement
1/7
মায়ের সঙ্গে মহাকুম্ভে বিজয় দেবরকোন্ডা, সঙ্গে ছিলেন আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিও
সব পথ এসে মিশছে প্রয়াগরাজে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, অভিনেতা সবার এখন একটাই গন্তব্য, মহাকুম্ভ। বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। প্রয়াগরাজ যেন হয়ে উঠেছে ‘মিনি ভারতবর্ষ’। এ এক অন্য রকমের অভিজ্ঞতা।
advertisement
2/7
মহাকুম্ভে এসেছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। সঙ্গমে ডুব দেন। ঘুরে দেখেন কাশী। অভিনেতার সঙ্গে ছিলেন মা মাধবী দেবরকোন্ডা, ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের কয়েকজন সদস্য। ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিকেও দেখা গিয়েছে তাঁদের সঙ্গে।
advertisement
3/7
সম্প্রতি মন্দিরের সামনে বিজয় দেবরকোন্ডা এবং তাঁর পরিবারের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিকেও দেখা যাচ্ছে। অভিনেতার পরণে সাধারণ পোশাক। কোনও চাকচিক্য নেই। গলায় ফুলের মালা। স্নেহাও ছিলেন চিরাচরিত ভারতীয় পোশাকে। গায়ে গোলাপি জ্যাকেট।
advertisement
4/7
সামাজিক মাধ্যমে মহাকুম্ভের বেশ কিছু ছবি শেয়ার করেছেন বিজয়। তার মধ্যে একটিতে অভিনেতার মা মাধবী গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে ডুব দিচ্ছেন। সেই সব ছবির ক্যাপশনে বিজয় লিখেছেন, “২০২৫ কুম্ভমেলা – শিকড়ের দিকে যাত্রা। আমাদের ঐতিহ্য এবং পরম্পরার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। বন্ধুরা আছে, আজীবনের স্মৃতি তৈরি হচ্ছে। মায়ের সঙ্গে প্রার্থনা করছি। সবার সঙ্গে কাশীর এই বিশেষ সফর আরও সুন্দর হয়ে উঠেছে।”
advertisement
5/7
অভিনেতা বিজয় দেবরকোন্ডার কাছে মহাকুম্ভ শুধু ধর্মীয় উৎসব নয়, বরং শিকড়ের সন্ধান। এ দেশের মহান ঐতিহ্যের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়া। ‘লাইগার’ খ্যাত অভিনেতা জানান, এই অভিজ্ঞতা ভোলার নয়। মহাকুম্ভে স্নানের পাশাপাশি কাশীর বিশ্বনাথ মন্দির দর্শন করেন। গঙ্গার তীরে সময় কাটান। ঘুরে দেখেন কাশী শহরও।
advertisement
6/7
বিজয় এখন পরবর্তী ছবি ‘কিংডম’ নিয়ে ব্যস্ত। এই প্যান ইন্ডিয়া অ্যাকশন ড্রামার পরিচালক গৌতম তিন্নানুরি। ‘জার্সি’ ছবির হাত ধরে তিনিও সর্বভারতীয় স্তরে খ্যাতি পেয়েছেন। সম্প্রতি ‘কিংডম’-এর টিজার সামনে এসেছে। দর্শকরা মোহিত। বড় পর্দায় বিজয় দেবরকোন্ডার নতুন রূপ দেখার অপেক্ষায় এখন অধীর আগ্রহে প্রহর গুণছেন ভক্তরা।
advertisement
7/7
টিজারে রণবীর কাপুর, জুনিয়র এনটিআর, সুরিয়াদের গলাও শোনা গিয়েছে। এই নিয়ে উত্তেজনা তুঙ্গে। ‘কিংডম’কে একটি হাই অকটেন অ্যাকশন ড্রামা হিসেবে বর্ণনা করা হচ্ছে। ছবিতে যুদ্ধের প্রেক্ষাপটে এক নায়কের উত্থান দেখানো হবে। যিনি জনগণকে রক্ষা করতে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। সিনেমাটি দুটি পর্বে মুক্তি পাবে। ছবির সঙ্গীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Allu Sneha Reddy: মায়ের সঙ্গে মহাকুম্ভে বিজয় দেবরকোন্ডা, সঙ্গে ছিলেন আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিও, সবাই মিলে ঘুরলেন কাশী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল