Salman Khan-Vicky Kaushal: সলমনরাই প্রকৃত তারকা, এখন তো সবই ফাস্ট ফুডের মতো, কিনতে পাওয়া যায়, স্ত্রীর প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক ভিকি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Salman Khan-Vicky Kaushal: এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি নিজে একজন তারকা, কিন্তু তা সত্ত্বেও খ্যাতির পিছনে দৌড়ান না কেন? ভিকির পাল্টা প্রশ্ন, তিনি কি আদৌ তারকা?
advertisement
1/8

বাবা নামজাদা স্টান্টম্যান ছিলেন বলে আলাদা করে কোনও সুবিধা পাননি। বরং নিজের অভিনয় দক্ষতায় বলিউডে বিশেষ জায়গা করে নিয়েছেন ভিকি কৌশল। এখন তিনি দেশের নতুন প্রজন্মের প্রথম সারির এক অভিনেতা এবং নায়কও বটে।
advertisement
2/8
ভিকি বড় হয়েছেন শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশনদের অভিনয় দেখে দেখে। বলিউডে তাঁদের অবদান, ভূমিকা এবং প্রভাব যে অনঃস্বীকার্য, তা তিনি ভালই জানেন। এবং সে কথা স্বীকার করতে দ্বিধাবোধ করেন না।
advertisement
3/8
সম্প্রতি এই তারকাদের নিয়ে মুখ খুললেন ভিকি। ব্যক্তিগত সম্পর্কের নিরিখে দেখলে তাঁর স্ত্রী, অভিনেত্রী ক্যাটরিনা কইফ প্রেম করতেন সলমনের সঙ্গে। তা বলে সলমনের জনপ্রিয়তা নিয়ে প্রশংসা করতে পিছপা নন ভিকি।
advertisement
4/8
এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি নিজে একজন তারকা, কিন্তু তা সত্ত্বেও খ্যাতির পিছনে দৌড়ান না কেন? ভিকির পাল্টা প্রশ্ন, তিনি কি আদৌ তারকা? তাঁর কাছে ‘কহো না পেয়ার হ্যাঁয়’-এর হৃতিকই আসল তারকা।
advertisement
5/8
ভিকির উত্তর, ‘‘ভক্তদের কাছ থেকে যে প্রশংসা পেয়েছিলেন, তা অবিশ্বাস্য ছিল। আমার বাবা ফিল্ম টেকনিশিয়ান হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। বাবা কাজ করেছিলেন তাঁর সঙ্গে। তাঁকে দেখার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, আর এটাই গুরুত্বপূর্ণ।’’
advertisement
6/8
সোশ্যাল মিডিয়া এবং তাৎক্ষণিক জনপ্রিয়তা নিয়ে ভিকি বললেন, ‘‘এখনকার দিনে যতক্ষণ অভিনেতারা সোশ্যাল মিডিয়ায়, সংবাদে বা ট্রেন্ডিংয়ে থাকেন, ততক্ষণই তাঁরা তারকা। একজন প্রকৃত তারকার দীর্ঘায়ু থাকতে হয়, যেমন শাহরুখ খান, সলমন খান এবং হৃতিক।’’
advertisement
7/8
‘‘আগে বলিউডে কয়েক দশকের কঠোর পরিশ্রমের পর স্টারডম আসত তারকাদের কাছে। সেই খ্যাতি সারাজীবনের জন্য। আজ, স্টারডম সহজেই অর্জনযোগ্য, তাত্ক্ষণিক, ইনস্ট্যান্ট কফির মতো।’’
advertisement
8/8
‘‘এমনকি এখন তো ফলোয়ার, ফ্যান, টিক এবং ভেরিফিকেশন টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। আজকের স্টারডম ফাস্ট ফুডের মতো। আমি আমার শ্রোতাদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ, তবে আমি নিজেকে তারকা বলে মনে করি না।’’