Katrina-Vicky: সংসারে চরম অশান্তি! ক্যাটের উপর রেগে গিয়ে এ কী করলেন ভিকি? টুইট ঘিরে তোলপাড়
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Katrina-Vicky: সম্প্রতি এক টুইট ঘিরে তোলপাড় অবস্থা৷ ভিকি ও ক্যাটরিনার অশান্তি নাকি চরমে পৌঁছেছে৷ রাগের মাথায় নাকি মোবাইল ফোনও ভেঙে দিয়েছেন ভিকি৷ আপাতত এই নিয়েই জল্পনা তুঙ্গে৷
advertisement
1/7

বলিউডের পাওয়ার কাপল ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে নিয়ে ভক্তদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে থাকে৷ ফের শিরোনামে উঠে এসেছেন ভিকি ও ক্যাট, তবে এবারের কারণে ভক্তদের উদ্বেগ বাড়ছে৷
advertisement
2/7
২০২১ সালে রাজস্থানে রাজকীয় বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল৷ মাত্র বছর দেড়েক বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিপাড়ার জনপ্রিয় জুটি৷ এর মধ্যেই নাকি সংসারে চরম অশান্তি শুরু হয়েছে তাঁদের৷
advertisement
3/7
সম্প্রতি এক টুইট ঘিরে তোলপাড় অবস্থা৷ ভিকি ও ক্যাটরিনার অশান্তি নাকি চরমে পৌঁছেছে৷ রাগের মাথায় নাকি মোবাইল ফোনও ভেঙে দিয়েছেন ভিকি৷ আপাতত এই নিয়েই জল্পনা তুঙ্গে৷
advertisement
4/7
বলিউডের ঘনিষ্ঠ একজন চিত্র সমালোচক টুইটে জানিয়েছেন, ভিকি ও ক্যাটরিনার মধ্যে নাকি তুমুল অশান্তি শুরু হয়েছে৷ পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে ফোন কলে অশান্তির পর ভ্যানিটি ভ্যানে নিজের ফোন ভেঙে ফেলেন নায়ক৷
advertisement
5/7
তবে এর আগেও তিনি এমন বিতর্কিত মন্তব্য করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন বলে দাবি অভিনেত্রীর ঘনিষ্ঠদের৷ এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে মনে করেছেন তারকাদের ঘনিষ্ঠদের একাংশ৷
advertisement
6/7
সূত্র বলছে, বর্তমানে বলিউডের পাওয়ার কাপল ভিকি ও ক্যাটরিনা দীর্ঘ সময় বাদে চুটিয়ে ছুটি উপভোগ করছেন, কারণ বিগত কয়েকমাস ধরে তাঁরা তাঁদের ব্যস্ত কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলেন। কাজ থেকে বিরতি মিলতেই একান্তে ছুটি কাটাচ্ছেন ভিকি ও ক্যাট৷
advertisement
7/7
বেশ কয়েকটি ছবি রয়েছে ক্যাটের ঝুলিতে৷ আর কয়েক মাস পরই মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত 'টাইগার ৩'৷ টাইগার ফ্রাঞ্চাইজির এই ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা কাইফ৷