Uorfi Javed: ঠোঁট ফুলে ঢোল... পুরো মুখ বিকৃত! ভুল সার্জারির এ কী পরিণাম হল উরফি জাভেদের? ঝরঝর করে কাঁদছেন নায়িকা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ডাক্তারের ক্লিনিক থেকে সেই ফিলার্স সরিয়ে ফেলার একটি ভিডিও শেয়ার করেছেন উরফি। ঠোঁটের আগের রূপ ফিরিয়ে আনতে চাইছেন তিনি। দেখা যাচ্ছে, অভিনেত্রীর ঠোঁটে একের পর এক সূচ ফোটানো হচ্ছে।
advertisement
1/13

উরফি জাভেদের ফ্যাশন নিয়ে আলোচনার শেষ নেই। তাঁর সাজ-পোশাকের জন্য তিনি সব সময়ই থাকেন খবরের শিরোনামে।
advertisement
2/13
উরফি রিয়েলিটি শো বিগ বস থেকে খ্যাতি পেয়েছিলেন। কিন্তু তাঁর অস্বাভাবিক 'ফ্যাশন' তাঁকে ভাইরাল করে দিয়েছে। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
advertisement
3/13
উরফির মোট সম্পত্তির পরিমাণ ১৭০ কোটি টাকা। উরফি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে প্রচুর টাকা আয় করে। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
advertisement
4/13
ইনস্টাগ্রামে তাঁর লাখ লাখ ফলোয়ার রয়েছে। তাঁর রিল ও ছবি প্রায়ই খবরে আলোচনার বিষয় হয়ে ওঠে।
advertisement
5/13
তবে বিগ বস-এ আসার আগে অনেক সিরিয়ালে হাজির হয়েছেন উরফি। তিনি দুর্গা, সাত ফেরে কি হেরা ফেরি, বেপান্নাহ, জিজি মা এবং ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়-এর মতো সিরিয়ালে কাজ করেছেন।
advertisement
6/13
কখনও উর্দ্ধাঙ্গে কিছু না রেখে সামান্য কাপড়ে বা কখনও ছবি দিয়ে বা কখনও দড়ি, বেল্ট নানান উদ্ভট জিনিসে শরীর ঢেকে বেরিয়ে পড়েন তিনি! চলে যান শপিং মলের সামনে!
advertisement
7/13
উর্ফি জাভেদ মানেই যে নিত্য নতুন জামা কাপড়ের চমক, সে কথা জেনে গিয়েছেন সকলে৷
advertisement
8/13
তাকে দেখলেই পাপারাৎজিরা ক্যামেরা নিয়ে ছুটে আসেন! উরফি রোজ রোজ নতুন পোশাক পরেন!
advertisement
9/13
কখনও উর্দ্ধাঙ্গে কিছু না রেখে সামান্য কাপড়ে বা কখনও ছবি দিয়ে বা কখনও দড়ি, বেল্ট নানান উদ্ভট জিনিসে শরীর ঢেকে বেরিয়ে পড়েন তিনি! চলে যান শপিং মলের সামনে!
advertisement
10/13
উরফি রিয়েলিটি শো বিগ বস থেকে খ্যাতি পেয়েছিলেন। কিন্তু তাঁর অস্বাভাবিক 'ফ্যাশন' তাঁকে ভাইরাল করে দিয়েছে। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
advertisement
11/13
বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন। তাঁর একটি জিপ কম্পাস আছে, যার দাম প্রায় ২৫ লাখ টাকা। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম উরফি জাভেদ)
advertisement
12/13
উরফি জাভেদ সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে, মাত্র ১৮ বছর বয়সে তিনি লিপ ফিলিং করিয়েছিলেন। যার পরিণতি হয়েছিল ভয়ানক।
advertisement
13/13
ডাক্তারের ক্লিনিক থেকে সেই ফিলার্স সরিয়ে ফেলার একটি ভিডিও শেয়ার করেছেন উরফি। ঠোঁটের আগের রূপ ফিরিয়ে আনতে চাইছেন তিনি। দেখা যাচ্ছে, অভিনেত্রীর ঠোঁটে একের পর এক সূচ ফোটানো হচ্ছে।