Tripti Dimri-Karnesh Sharma: 'লোকে কথা বলবেই...', বিচ্ছেদের পর বিস্ফোরক নায়িকা, অনুষ্কার ভাইকে নিয়েই কি অভিযোগ
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Tripti Dimri-Karnesh Sharma: প্রেমে ভাঙা নিয়ে এখনও যদিও কোনও মন্তব্য করেননি তৃপ্তি বা কর্ণেশ। তবে ইতিমধ্যেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন তাঁরা।
advertisement
1/5

চলতি বছরেই প্রেমের গুঞ্জনে পড়েছিল শিলমোহর। কিন্তু তাসের ঘরের মতোই ভাঙল সম্পর্ক। আলাদা হলেন অভিনেত্রী তৃপ্তি ডিমরি এবং অনুষ্কা শর্মার ভাই, প্রযোজক কর্ণেশ শর্মা।
advertisement
2/5
প্রেমে ভাঙা নিয়ে এখনও যদিও কোনও মন্তব্য করেননি তৃপ্তি বা কর্ণেশ। তবে ইতিমধ্যেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন তাঁরা। শুধু তাই নয়। প্রেমিকের সঙ্গে যাবতীয় ছবিও প্রোফাইল থেকে সরিয়ে দিয়েছেন 'বুলবুল'। কর্ণেশও তৃপ্তি অভিনীত ছবির ক্যারেক্টার পোস্টারগুলি ডিলিট করেছেন।
advertisement
3/5
তাঁদের বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই তৃপ্তির একটি পোস্ট নিয়ে চর্চা শুরু। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি উক্তি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। যার সারমর্ম, 'তুমি যা-ই করো না কেন, মানুষ তোমাকে নিয়ে কথা বলবে। তাই এমন কিছু করো, যা তোমাকে আনন্দ দেবে।'
advertisement
4/5
কর্ণেশের প্রযোজনায় 'বুলবুল' এবং 'কালা'র মতো ছবিতে অভিনয় করেছেন তৃপ্তি। প্রশংসাও পেয়েছেন। অনুষ্কার সঙ্গে ভাল সম্পর্ক ছিল তাঁর।
advertisement
5/5
সূত্রের খবর, এই মুহূর্তে তৃপ্তির সঙ্গে কর্ণেশের আরও একটি ছবির শ্যুট চলছে। কর্ণেশ প্রযোজিত সেই ছবিতে তৃপ্তির সঙ্গে দেখা যাবে বিজয় বর্মাকে। তারই মধ্যে প্রযোজক এবং নায়িকার বিচ্ছেদের গুঞ্জন।