TRENDING:

পর্দার সাধাসিধে খড়ি একেবারে খোলামেলা পোশাকে বোল্ড অবতার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফটো

Last Updated:
টলিউড (Tollywood) অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy) বোল্ড (Bold) ভাইরাল ছবি (Viral Photo) ৷
advertisement
1/5
পর্দার সাধাসিধে খড়ি একেবারে খোলামেলা পোশাকে বোল্ড অবতার, সোশ্যাল মিডিয়ায় ভাইর
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন শোলাঙ্কি রায় (Solanki Roy) ৷ এখন টলিউডের (Tollywood) এই অভিনেত্রী অত্যন্তই জনপ্রিয়৷ দিন কয়েক আগেই বড়পর্দায় যীশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন ‘বাবা বেবি ও’ সিনেমায় অভিনয় করেছেন৷ এই মুহূর্তে টেলিভিশনে তাঁর অভিনীত সিরিয়াল গাঁটছড়া চলছে৷ যা জনপ্রিয়তার নিরিখে সামনের সারিতেই৷ Photo Courtesy- Solanki Roy/Instagram
advertisement
2/5
অনেকদিন ধরেই তিনি সিরিয়াল জগতের চেনা মুখ এর আগেও সাত ভাই চম্পা. ফাগুন বউ, প্রথমা কাদম্বিনী সিরিয়ালে অভিনয় করেছেন৷ প্রধানত যে চরিত্রগুলিতে টিভি পর্দায় তিনি এসেছেন সেগুলিতে তাঁকে বেশ শান্ত সংযত একদম ঘরোয়া পাশের বাড়ির চরিত্রেই দেখা গেছে৷ তাঁর সেই লুকটাই তাই খুবই জনপ্রিয়৷ Photo Courtesy- Solanki Roy/Instagram
advertisement
3/5
সোশ্যাল মিডিয়াতেও খুবই অ্যাক্টিভ শোলাঙ্কি রায় (Solanki Roy)৷ তাঁর বিভিন্ন হ্যান্ডেলের প্রোফাইলে ফলোয়ারও প্রচুর৷ সেখানেই নিয়মিত নিজের ছবি আপলোড করেন টলিউড অভিনেত্রী৷ Photo Courtesy- Solanki Roy/Instagram
advertisement
4/5
তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক হ্যান্ডেলে যে ফটোশ্যুটের ছবি দিয়েছেন তা দেখে চমকে গেছেন নেটিজেনরা৷ বুকচেরা কালো পোশার তার নিচে দেখা যাচ্ছে অন্তর্বাস৷ তাঁর এই বোল্ড ছবি (Bold Photo) জমিয়ে ভাইরাল (Viral) হয়েছে৷ Photo Courtesy- Solanki Roy/Instagram
advertisement
5/5
সোলাঙ্কি রায়ের (Solanki Roy) ফ্যান ফলোয়িং অনেক তাই অবশ্য সোশ্যাল মিডিয়ায় দেওয়া তাঁর বোল্ড ছবি (Bold Photo) ঘিরে ফ্যানরাও দ্বিধা বিভক্ত৷ কেউ কেউ করছেন সমালোচনা আবার কেউ কেউ করছেন প্রশংসা তাঁর এই বোল্ড (Bold Photo) ভাইরাল (Viral) ছবির৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
পর্দার সাধাসিধে খড়ি একেবারে খোলামেলা পোশাকে বোল্ড অবতার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফটো
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল