Twarita-Sourav|| জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েছেন, জুলাইতেই ত্বরিতা-সৌরভের পরিবারে এল নতুন অতিথি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Twarita-Sourav Welcomes New Member: বিয়ের ৬ মাস কাটতে না কাটতেই ত্বরিতা (Twarita Chatterjee)-সৌরভের (Sourav Jupitar Banerjee) পরিবারে এল নতুন অতিথি। সেই খবর রবিবার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তাঁরা।
advertisement
1/7

*১৫ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন টলিউডের জনপ্রিয় জুটি ত্বরিতা চট্টোপাধ্যায় এবং সৌরভ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার উত্তীর্ণতে বসেছিল রাজকীয় বিয়ের আসর। পরিবার-বন্ধুদের পাশাপাশি বিয়েতে উপস্থিত হয়েছিলেন টলিউডের কলাকুশলীরা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/7
*টেলিভিশনের বেশ পরিচিত মুখ ত্বরিতা চট্টোপাধ্যায়। 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিকে 'সারদামণি'র ভূমিকাতেই এখন তাঁকে সকলে চেনেন। 'কড়িখেলা' ধারাবাহিকেও নিজের অভিনয় দক্ষতায় মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। সৌরভও অভিনয় করছেন চুটিয়ে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/7
*ত্বরিতা এবং সৌরভ দু'জনেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। নিজেদের জীবনের ভাল লাগা, ভাল্বাসা শেয়ার করে নেন সকলের সঙ্গে। সেরকমই সম্প্রতি পরিবারে নতুন সদস্য যোগ হওয়ার কথা জানিয়েছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/7
*বিয়ের ৬ মাস কাটতে না কাটতেই টলি জুটির পরিবারে এসেছে নতুন অতিথি। সেই অতিথি আগমনের খবর রবিবার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তাঁরা। এরপর শুভেচ্ছার বন্যায় ভেসেছেন দু'জনে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/7
*ভাবছেন তো কী হল? কে এল বা কী এল তাঁদের জীবনে। তাহলেই শুনুন...টলি জুটি সম্প্রতি নতুন গাড়ি কিনেছেন। আর খুশির সেই খবর শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/7
*বন্ধুর গাড়ি কেনার খবরে শুভেচ্ছা জানিয়েছেন সন্দীপ্তা সেনও। লং ড্রাইভে যাওয়ার পরামর্শও দিয়েছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
7/7
*শুধু গাড়ি কেনাই নয়, নতুন গাড়িতে রবিবার ঘুরতে বেরিয়েছিলেন দু'জনে। সেই ছবিও শেয়ার করেন তাঁরা। ছবিতে তরিতাকে দেখা গিয়েছে পিঙ্ক ফ্রকে, সৌরভ পরেছিলেন ব্ল্যাক জিন্স এবং ব্লু ডেনিম। ছবিঃ ইনস্টাগ্রাম।