স্বামী সোহাগে ভাসছেন শ্রাবন্তী, তাই শ্রাবণে ভক্তিভরে করলেন শিবপুজো! দেখুন ছবি
Last Updated:
মাথায় চওড়া করে সিঁদুর, সঙ্গে লাল টিপ৷ শিবপুজোয় তো এমন সাজই চাই৷
advertisement
1/5

স্বামীর সোহাগে ভাসছেন অভিনেত্রী শ্রাবন্তী৷ বিয়ের পর প্রথম শ্রাবণ মাস৷ তাই ভক্তিভরে শ্রাবণে শিবের পুজো করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ পাশে রইলেন স্বামী রোশন৷ Photo Courtesy: Instagram
advertisement
2/5
সুন্দর করে সাজানো হল শিবলিঙ্গ৷ ফুলমাল সহযোগে পুজার্চনার জোগাড় করা হল৷ নিজে হাতে সব করলেন অভিনেত্রী৷ স্বামীর মঙ্গলকামনায় এই সব করলেন শ্রাবন্তী৷ Photo Courtesy: Instagram
advertisement
3/5
মাথায় চওড়া করে সিঁদুর, সঙ্গে লাল টিপ৷ শিবপুজোয় তো এমন সাজই চাই৷ Photo Courtesy: Instagram
advertisement
4/5
কিছুদিন আগেই তৃতীয়বার বিয়ে করেন শ্রাবন্তী৷ অনেক চর্চা হয় তা নিয়ে৷ কিন্তু এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী৷ তবে রোশনকে নিয়ে যে তিনি খুব খুশি তা ছবি দেখেই স্পষ্ট৷ এখনও হানিমুনের সময় চলেছে দু’জনের৷ সর্বক্ষণ একে এপরের সঙ্গে দেখা যায় তাদের৷ Photo Courtesy: Instagram
advertisement
5/5
ছবি দেখুন, তাহলেই বুঝবেন কতটা প্রেমে রয়েছেন শ্রাবন্তী ও রোশন৷ তাই তো শ্রাবণ মাসে ভক্তিভরে স্বামী-স্ত্রী দু’জনেই বসলেন শিবের পুজোয়৷ সেই ছবি নিজেরাই পোস্ট করলেন অভিনেত্রী৷ Photo Courtesy: Instagram