নাগপঞ্চমী তায় শ্রাবণের সোমবার, নিষ্ঠাভরে মহাদেবের পুজো দিলেন টলি নায়িকা অর্পিতা
Last Updated:
advertisement
1/6

♦ গতকাল ছিল অত্যন্ত মাহেন্দ্র তিথি ৷ শ্রাবণের তৃতীয় সোমবার ৷ বলা হয় এই দিনটিতে নাকি নিষ্ঠাভরে পুজো দিলে মহাদেব প্রচণ্ড সন্তুষ্ট হন ৷-নিজস্ব চিত্র ৷
advertisement
2/6
♦ ‘হর হর মহাদেব’মন্ত্র জপ করে শিব পুজো করলে জীবন থেকে সমস্ত বাধা-বিপত্তি দূর হয়ে যায় ৷-নিজস্ব চিত্র ৷
advertisement
3/6
♦ আর গতকাল এই শুভক্ষণে টলিউড প্রযোজক অঙ্কিত দাস মহাদেবের মহাপুজোর আয়োজন করেছিলেন ৷ আর সেই পুজোতে অংশ নিয়েছিলেন টলিউডের প্রচুর তারকা ৷-নিজস্ব চিত্র ৷
advertisement
4/6
♦ মহাদেবের আশীর্বাদ পেতে হাজির হয়েছিলেন অর্পিতা চট্টোপাধ্যায় ৷-নিজস্ব চিত্র ৷
advertisement
5/6
♦ এ ছাড়া হাজির ছিলেন ‘অব্যক্ত’ছবির পরিচালক অর্জুন দত্ত ৷ অভিনেতা এনা সাহা, পূজারিনী ঘোষ , রণজয় বিষ্ণু, ইশান মজুমদার এবং অংশু ৷-নিজস্ব চিত্র ৷
advertisement
6/6
♦ উপস্থিত ছিলেন বিখ্যাত মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার, প্রযোজক সুরেশ টোলানি ৷ শিবমন্ত্র মেতে উঠেছিল গোটা এলাকা ৷-নিজস্ব চিত্র ৷