Shubhasree Ganguly: ‘মুটকি’ বলে কটাক্ষ! দ্রুত বেবি ফ্যাট ঝরিয়ে ফের হট লুকে শুভশ্রী
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এতেও নিস্তার নেই ট্রোলারদের হাত থেকে । শুভশ্রী (Shubhasree Ganguly)-র এই নয়া লুকের ছবি দেখে অনেকেই বলতে শুরু করেছেন, নায়িকা নাকি ফোটোশপ করে নিজেকে রোগা করেছেন ছবিতে ।
advertisement
1/7

• মা হলে মেয়েদের শরীরের মধ্যে অনেক হরমোনাল পরিবর্তন হয় । যে কারণে অনেকেই মোটা হয়ে যান এই সময়টায় । অন্যদিকে, শরীরে নানারকম সমস্যা থাকায় নিয়মিত শরীরচর্চাও করা সম্ভব হয় না বলে ক্রমাগত বাড়তে থাকে ওজন । সদ্য মা হওযা অভিনেত্রীরাও এই নিয়মের বাইরে যেতে পারেন না । কিন্তু বারংবার এই স্থূলত্ব নিয়ে কটাক্ষের শিকার হতে হয় তাঁদের ।
advertisement
2/7
• ইউভানের জন্ম দেওয়ার পর বেবি ফ্যাট জমেছে নায়িকা শুভশ্রী (Shubhasree Ganguly)-র শরীরেও । মাতৃত্বের পর যা অত্যন্ত স্বাভাবিক । কিন্তু তা নিয়েও ভয়ঙ্কর কটূক্তির সম্মুখীন হতে হযে তাঁকে । ‘মুটকি’, ‘ছয় মাসের প্রেগন্যান্ট’ প্রভৃতি নানা ট্রোলিং ধেয়ে এসেছিল শুভ-র দিকে ।
advertisement
3/7
• কখনও প্রকাশ্যেই তিনি বডি শেমিংয়ের প্রতিবাদ করেছেন, কখনও বা নেটিজেনদের পাত্তাও দেননি । কিন্তু মুখের কথায় নয়, কাজে করে দেখাতে যে তিনি বেশি স্বাচ্ছন্দ্য তা আবারও প্রমাণ করলেন ‘পরিণীতা’র নায়িকা ।
advertisement
4/7
• মাত্র কয়েক মাসেই তাঁর এই ভোলবদল বেশ নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায় । মার্চ মাসে ইউভানের অন্নপ্রাশনের সময়ও তাঁর চেহারা ছিল বেশ ভারী । কিন্তু সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’ পর্ব ১০-এ মুখ্য বিচারকের আসনে রয়েছেন নায়িকা ।
advertisement
5/7
• মা হওয়ার পর এই প্রথম পর্দায় দর্শকদের সামনে দেখা যাচ্ছে তাঁকে । বেশ কিছু সিনেমাতে কাজ করলেও প্যানডেমিকের কারণে সে গুলো এখনও মুক্তি পায়নি । তাই প্রতিদিন দর্শকদের সামনে নিজেকে আকর্ষণীয় করে মেলে ধরাটা প্রত্যেক নায়িকার কাছেই একটা চ্যালেঞ্জ । শুভশ্রীও সেই চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন । মাত্র কয়েক মাসের মধ্যে দ্রুত গতিতে বেবি ফ্যাট ঢরিয়ে ফের শেপে ফিরছেন নায়িকা ।
advertisement
6/7
• সম্প্রতি তিনি হট পিঙ্ক ড্রেসে একটি ফোটোশ্যুটের ছবি শেয়ার করছেন । যা দেখে নেটিজেনরা একেবারে কুপোকাত । ছবিতে বেশ রোগা লাগছে নতুন মা’কে । সঙ্গে তাঁর মিষ্টি হাসি আর সুপার বোল্ডনেস তো রয়েইছে । মোট কথা, সমালোচকদের মুখে যোগ্য জবাব ছুড়ে দিয়ে ফের হট অবতারে ফিরছেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ।
advertisement
7/7
• যদিও এতেও নিস্তার নেই ট্রোলারদের হাত থেকে । শুভশ্রীর এই নয়া লুকের ছবি দেখে অনেকেই বলতে শুরু করেছেন, নায়িকা নাকি ফোটোশপ করে নিজেকে রোগা করেছেন ছবিতে ।