ওয়েবে ফের দর্শনা ম্যাজিক! হয়ে গেল তিনটি সিরিজের মুহরত
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
তিনটি একেবারে ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ নিয়ে আসছে "রূপ প্রোডাকশন"। বাপ্পা ও সৌম্যজিত আদক রয়েছেন পরিচালনার দায়িত্বে। একগুচ্ছ তারকা রয়েছেন আর থাকছে তিনটি তিন ধরনের গল্প।
advertisement
1/5

• সিরিজ দেখার অভ্যেস সকলের হচ্ছিল ধীরে ধীরে। কিন্তু করোনা প্রবাহে, গতি খানিক বেড়ে গেল। দৈনন্দিন অন্যান্য অভ্যেস-এর মতোই, মানুষের সিরিজ দেখাও হয়ে গেল রুটিনের অঙ্গ। চাহিদা থাকলে তার জোগান দিতে হবে বৈকি। সেই কথা মাথায় রেখেই, তিনটি একেবারে ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ নিয়ে আসছে "রূপ প্রোডাকশন"। বাপ্পা ও সৌম্যজিত আদক রয়েছেন পরিচালনার দায়িত্বে। একগুচ্ছ তারকা রয়েছেন আর থাকছে তিনটি তিন ধরনের গল্প।
advertisement
2/5
• প্রথম ওয়েব সিরিজটির নাম 'সাইকো'। এই সিরিজটি পরিচালনা করছেন বাপ্পা। নাম শুনেই খানিক আঁচ করা যাচ্ছে, 'সাইকো' একটি থ্রিলর সিরিজ। এই সিরিজে অভিনয় করছেন কনিনীকা বন্দোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দ, প্রদীপ ভট্টাচার্য।
advertisement
3/5
• দ্বিতীয় সিরিজটি 'অল্প হলেও সত্যি'। এই সিরিজটি পরিচালনা করছেন সৌম্যজিত আদক। থ্রিলর হলেও এই সিরিজে রয়েছে প্রেমের আমেজ। 'অল্প হলেও সত্যি'- তে অভিনয় করছেন সৌরভ দাস, দর্শনা বণিক, রিষভ বসু ও শ্রীজনী মিত্র।
advertisement
4/5
তৃতীয় সিরিজটির নাম 'সন্ধ্যে নামার পরে'। এই সিরিজটির পরিচালকও সৌম্যজিত আদক। অভিনয় করছেন অর্ণ মুখোপাধ্যায়, রানা বসু ঠাকুর, ঐশ্বর্য সেন। থ্রিলর এলিমেন্ট ছাড়াও এই গল্পে রয়েছে প্রেমের সমীকরণ।
advertisement
5/5
হয়ে গেল এই সিরিজগুলির মুহরাত। জুলাই মাস থেকে শুরু হবে সিরিজের শ্যুটিং।