Arjun Chakraborty: অর্জুন-সৃজার সম্পর্ক টলি পাড়ায় 'কাপল গোল'! কেমন সংসার করছে তারকা জুটি, দেখুন ছবিতে ছবিতে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
টলিউডের হার্টথ্রব অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। কিন্তু তিনি ওয়ান ওম্যান ম্যান। ছোটবেলার স্কুলের বান্ধবী সৃজা সেনের (Sreeja Sen) সঙ্গে বিয়ে করেছিলেন ২০১৬ সালেই।
advertisement
1/7

টলিউডের হার্টথ্রব অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। কিন্তু তিনি ওয়ান ওম্যান ম্যান। তাই ছোটবেলার স্কুলের বান্ধবী সৃজা সেনের (Sreeja Sen) সঙ্গে বিয়ে করেছিলেন ২০১৬ সালেই।
advertisement
2/7
বিয়েটা টলিপাড়ার ভিড় এড়িয়ে চুপিসারে করেছিলেন। কিন্তু তাঁরা যে সুখে সংসার করছেন তা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়।
advertisement
3/7
অর্জুন তো অভিনেতা হিসেবে জনপ্রিয়ই। পাশাপাশি সৃজাও একসময়ে চুটিয়ে মডেলিং করেছেন।
advertisement
4/7
২০১৮ সালে কন্যাসন্তানের জন্ম দেন সৃজা। তবে নিজের প্রতি যে তিনি যত্নশীল তা তাঁর ছবিতেই স্পষ্ট। অভিনেত্রী না হলেও, ফ্যাশনে তিনি কোনও অংশে কম যান।
advertisement
5/7
তারকা স্ত্রীদের মধ্যে তাঁকে ফ্যাশনিস্তাও বলা যেতে পারে। আর তাই ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যাও চোখে পড়ার মতো।
advertisement
6/7
শুধু স্কুল নয়। সৃজা ও অর্জুন দুজনেই এক কলেজেও পড়েছেন। সে সময়ে আর পাঁচজন কলেজ যুগলদের মতোই তাঁরাও সময় কাটিয়েছেন।
advertisement
7/7
আর সেই প্রেম এখনও অক্ষত। তাই কাজের বাইরে বেশি সময়টাই পরিবারের সঙ্গেই কাটান অর্জুন।