Soham Chakraborty: হাঁটুজলে দাঁড়িয়ে ইয়াসে ক্ষতিগ্রস্ত চণ্ডীপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন সোহম
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
বিধ্বংসী ঝড় চলাকালীনই হাঁটুজলে দাঁড়িয়ে চণ্ডীপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী।
advertisement
1/6

বিধ্বংসী ঝড় চলাকালীনই হাঁটুজলে দাঁড়িয়ে চণ্ডীপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। ঘূর্ণিঝড় ইয়াস শুরু হওয়ার আগেই তিনি পৌঁছে যান নিজের বিধানসভা এলাকায়।
advertisement
2/6
সোহম ও তাঁর টিম এলাকায় পৌঁছিয়ে বহু মানুষকে নিরাপদে সরিয়ে আনার উদ্যোগ নেন। এলাকার মানুষের খবর নেওয়ার পাশাপাশি সেখানে একটি কন্ট্রোল রুমও খোলেন তিনি।
advertisement
3/6
চণ্ডীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোহম। দেখা যাচ্ছে ছবিতে, তিনি নিজের দলের কর্মীদের নিয়ে এলাকা ঘুরে দেখছেন।
advertisement
4/6
ছবির ক্যাপশনে সোহম লেখেন, আজ ঝড়ের তান্ডব চলাকালীনই সকাল থেকেই চণ্ডীপুরে প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যত দ্রুত সম্ভব জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে।
advertisement
5/6
তিনি আরও লিখেছেন, প্রশাসন এবং আমার সহকর্মীরা সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যাতে আমরা খুব তাড়াতাড়ি এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারি।
advertisement
6/6
২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়েছেন সোহম। প্রথম থেকেই বলেছিলেন মানুষের জন্য কাজ করতে চাই। আর সেই কথাই রেখেছেন তিনি। ইতিমধ্যেই এই এলাকায় হয়েছে ৬০ বেডের সেফ হোম। এলাকার মানুষের খাবারের ব্যবস্থা আছে কি না তাও ঘুরে দেখেন তিনি।