Saurav Das : 'ক্যানভাসে' ছবি আঁকবেন সৌরভ! দেখুন অভিনেতার নতুন লুকের কয়েক ঝলক...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
'ক্যানভাস' (Upcoming Movie Canvas) ছবিতে এক অন্য অবতারে দেখা দেবেন অভিনেতা। ছবিতে সৌরভের (Saurav Das) চরিত্রের নাম রুপক। জন্ম থেকেই কথা বলতে পারে না সে। তাঁকে ঘিরেই এই 'অন্যরকম' গল্পের প্লট।
advertisement
1/5

একেবারে ভিন্ন রূপে পর্দায় ধরা দিতে চলেছেন অভিনেতা সৌরভ দাস। সৌম্যজিত আদক পরিচালিত 'ক্যানভাস' ছবিতে এক অন্য অবতারে দেখা দেবেন অভিনেতা। ছবিতে সৌরভের চরিত্রের নাম রুপক। জন্ম থেকেই কথা বলতে পারে না সে। তাঁকে ঘিরেই এই 'অন্যরকম' গল্পের প্লট।
advertisement
2/5
আর পাঁচজনের মতো না হওয়ায় রুপকের জীবনের প্রতিটি স্রোতে জড়িয়ে রয়েছে নানা টানাপোড়েনের গল্প।নিজে কথা বলতে পারে না ঠিকই, তবে রূপকের ছবি বলে দিতে পারে অনেক গল্প। কারণ রূপকের আঁকার হাত খুব ভাল।
advertisement
3/5
এমন পরিস্থিতিতে শহরে হঠাৎ একটা খুন হয়। কিন্তু আশ্চর্য ভাবে রূপকের স্কেচের সঙ্গে মিলে যায় খুনীর মুখ। স্কেচ নিয়ে শুরু হয় তদন্ত। কিন্তু অন্য দিকে খুনী খোঁজতে থাকে রূপককে। শুরু হয় ছবির মূল গল্প। পাড়বে কি রূপক এই সব কিছু থেকে নিজেকে বাঁচাতে? নাকি গল্প মোড় নেবে অন্য স্রোতে। এই সবকিছু নিয়ে "ক্যানভাস"।
advertisement
4/5
ছবিতে ভাই এর চরিত্রে অভিনয় করেছেন হৃশু মণ্ডল। ছবির পরিচালক সৌম্যজিত আদকের কথায় 'ছবিটি অনেকগুলি চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। জীবনের এক অন্যধারার ছবি এই 'ক্যানভাস'। আশা করছি দর্শকের ভাল লাগবে"।
advertisement
5/5
অভিনেতা সৌরভ দাস বললেন 'বিভিন্ন শেড নিয়ে তৈরি রূপকের চরিত্র। খুন আর রহস্যের বেড়াজালে ছবির গল্প বুনেছেন পরিচালক। আশা করছি মানুষকে একটা ভাল চরিত্র উপহার দিতে পারব।'