Centenary of Visva Bharati: বিশ্বভারতীর শতবর্ষে এসপিসি ক্রাফটের বিশেষ নিবেদন 'শিক্ষাতীর্থ'
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
"শিক্ষাতীর্থ" দেখা যাবে এস.পি.সি ক্রাফটের ফেসবুক পেজ ১২ই জুন, ২০২১ রাত ৯টায়
advertisement
1/6

বিশ্বভারতীর শতবর্ষে এস.পি.সি ক্রাফট ও মোহরবীথিকা অঙ্গনের উদ্যোগে রবীন্দ্রনাথের কর্মযজ্ঞের প্রতি অর্ঘ্য 'শিক্ষাতীর্থ'। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের এক টাকা দিয়ে বোলপুরে জমি কেনা দিয়ে যার প্রারম্ভ ।
advertisement
2/6
প্রথমে 'শান্তিনিকেতন' নামে গৃহ নির্মাণ ও সেই বাড়ি ধীরে ধীরে মহীরুহ হয়ে ওঠবার কথা। বিবিধের মাঝে এক মহান মিলন । ধীরে ধীরে শান্তিনিকেতন ভিন্ন দেশের, ভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির মিলন ক্ষেত্র হয়ে ওঠবার উপাখ্যান । খুঁজে নেওয়া রথীন্দ্রনাথ ঠাকুর,প্রতিমা দেবীর অবদান।
advertisement
3/6
জানা যায় শ্রীনিকেতনের কথা, কৃষি বিদ্যার প্রয়োজনীয়তা। বসন্ত উৎসব ,বৃক্ষরোপন, হলকর্ষণ অনুষ্ঠানের সংস্কৃতি কীভাবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বভারতীকে আলাদা করে রাখে। বিশ্বভারতীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন এবং রথীন্দ্রনাথ ঠাকুরের পদত্যাগ নিয়ে বিতর্ক এবং আলোচনা । জানা যায় এই বিশ্বভারতীর ধীরে ধীরে তার লক্ষ্য থেকে বিচ্যুতির আখ্যান ।
advertisement
4/6
এই সমস্ত বিষয়ে তঁদের নিজস্ব বক্তব্য রেখেছেন শ্রী সুপ্রিয় ঠাকুর, বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও শিক্ষক শ্রী গৌতম ভট্টাচার্য, শ্রীমতী প্রমিতা মল্লিক , অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়,অধ্যাপক অমৃত সেন, শ্রী চন্দ্রোদয় ঘোষ, শ্রী তমোজিৎ রায়,ডঃ পবিত্র সরকার, শ্রীমতি মালবিকা ভট্টাচার্য্য, শ্রী আনন্দ লি তান, শ্রীমতী অদিতি রায়, শ্রীমতী নন্দিতা বসু সর্বাধিকারী এবং সেখানকার গুণী প্রাক্তন- প্রাক্তনীরা। কবিতা পাঠে ব্রততী বন্দোপাধ্যায়।
advertisement
5/6
সুজয় প্রসাদ চট্টপাধ্যায়ের পরিকল্পনা প্রসূত "শিক্ষাতীর্থ" মুখর হয়েছে সাশা ঘোষাল, শ্রমণা চক্রবর্ত্তী, শরণ্যা সেনগুপ্ত, মনোজ মূরলী নায়ার, স্রবন্তী বসু বন্দোপাধ্যায়, লি এ্যলিসন্ সিবলি, প্রিয়ম মুখোপাধ্যায় ও ঋতপা ভট্টাচার্য্যের কন্ঠে রবি ঠাকুরের গানে।
advertisement
6/6
"শিক্ষাতীর্থ" দেখা যাবে এস.পি.সি ক্রাফটের ফেসবুক পেজ ১২ই জুন,২০২১ রাত ৯টায় (ভারতীয় সময়)।এই উদ্যোগ নিয়ে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় বললেন,""এই যে একটা ভাইরাস সমস্ত শিক্ষাব্যবস্থা, শৈশবকে প্রায় বিকলাঙ্গ করে তুললো, গড়ে তুলছে একটা ডিজিটাল প্রজন্ম, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বভারতীর মতো একটা স্বপ্ন দেখা দরকার--এমন একটা স্বপ্ন যাকে স্বার্থান্বেষী রাজনীতি কলুষিত করতে পারবে না।"