সুখবর! অবশেষে শুরু হচ্ছে সিনেমা-সিরিয়াল-ওটিটি শ্যুটিং! বন্ধই থাকছে সিনেমা হল
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর ফের শুরু হতে চলেছে সিরিয়াল-সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের শ্যুটিং । তবে সর্বাধিক ৫০ জন লোকবল নিয়ে এবং করোনা বিধি মেনে ।
advertisement
1/6

• কিছু নিয়ম শিথিল করলেও আগামী ১ জুলাই পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধ জারি থাকছে৷ এ দিন নবান্নে এ কথা ঘোষণা করে দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে৷ করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে এলেও এথনই বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়া হল না৷ তবে কিছুক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে৷ এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী৷
advertisement
2/6
• লকডাউনের সীমা বাড়ানো হলেও বেশ কিছু ক্ষেত্রে নিয়ম, নির্দেশিকা শিথিল করা হয়েছে । বড় সুখবর এসেছে বিনোদন দুনিয়ার কলাকুশলী, শিল্পী ও দর্শকদের জন্য । কারণ দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর ফের শুরু হতে চলেছে সিরিয়াল-সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের শ্যুটিং ।
advertisement
3/6
• তবে নিউ নর্ম্যালে ৫০ শতাংশ কর্মী নিয়েই কাজ করতে হবে । মানতে হবে সমস্ত করোনা বিধি ।
advertisement
4/6
• মুখে মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক ।
advertisement
5/6
• যাঁরা বাড়ির বাইরে বেরিয়ে কাজ করবেন তাঁদের ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া বাধ্যতামূলক ।
advertisement
6/6
• তবে সিনেমা হল খোলার ব্যাপারে এখনও আগের সিদ্ধান্তই বজায় রাখা হল । হল আপাতত বন্ধই থাকবে ।