সোনার সাজে ত্বরিতা-সৌরভ, গালা রিসেপশনের ছবি ফাঁস করলেন অভিনেত্রী সন্দীপ্তা, দেখুন অ্যালবাম...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

*১৫ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের জনপ্রিয় জুটি ত্বরিতা চট্টোপাধ্যায় এবং সৌরভ বন্দ্যোপাধ্যায়। ১৭ জানুয়ারি উত্তীর্ণতে ছিল রিসেপশন। রাজকীয় সেই রিসেপশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন। তারপরেই তা ভাইরাল হয়ে যায়। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/6
*১৭ জানুয়ারি উত্তীর্ণতে ছিল রিসেপশন। রাজকীয় সেই রিসেপশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন। তারপরেই তা ভাইরাল হয়ে যায়। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/6
*রিসেপশনে সোনার সাজে সেজেছিলেন ত্বরিতা-জুপিটার ওরফে সৌরভ। অর্থাৎ, গোল্ডেন লেহেঙ্গা-চোলি পড়েছিলেন উত্তর কলকাতার ব্যবসায়ী পরিবারের মেয়ে ত্বরিতা। তরুণ কুমারের নাতি সৌরভ পরেছিলেন গোল্ডেন শেরওয়ানি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/6
*টলিউড জুটির বিয়ে, দাদা-বৌদিও টলিউডের জনপ্রিয় মুখ। আর সেখানে টলিউডের তারকারা উপস্থিত হবেন না, তা কী করে হয়। তার ওপরে বাড়ির কর্তা যখন ছিলেন উত্তম কুমার, তরুণ কুমারের মতো কিংবদন্তীরা। ফলে রবিবার সন্ধ্যায় উত্তীর্ণতে বসেছিল চাঁদের হাট। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/6
*দেওরের বিয়ে বলে কথা। বৌদি তাক লাগানো সাজুগুজু করবেন না তা আবার হয় নাকি? ঠিক সেই কথা মাথায় রেখেই লাল বেনারসীতে সেজেছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। পাশে হালকা গোল্ডেন স্যুটে হ্যান্ডসাম গৌরব। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/6
*ত্বরিতার প্রাণের বন্ধু সন্দীপ্তা একেবারে ট্রেন্ডি লুকে। মেরুন রাফালে শাড়ি পড়েছিলেন, সঙ্গে প্রিন্টেড স্লিভলেস ব্লাউজ। সন্দীপ্তা ছাড়াও জুটির রিসেপশনে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম।