জনপ্রিয় ‘মা’ সিরিয়ালের ঝিলিকের জীবনে এল বড় পরিবর্তন, জানুন
Last Updated:
সেই ছোট মেয়ে পেরোল এক বড় গণ্ডি...
advertisement
1/5

টেলি সিরিয়ালে এক সময় তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিল বাঙালি দর্শক ৷ ঝিলিক যার বাস্তবজীবনে নাম তিথি বসু ৷ তাঁর আনন্দে কেঁদেছে দর্শক , তার আনন্দে হেসেছে ৷ Photo- Youtube
advertisement
2/5
মাত্র তিন বছর বয়সে প্রসেনজিতের সঙ্গে অভিনয় দিয়ে হাতে খড়ি তিথি-র ৷ সেখান থেকেই সুযোগ এসেছিল মা সিরিয়ালে শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করার ৷ টানা চার বছর প্রায় সিরিয়ালটি চলে ৷ এরপর ক্লাস ৯ হয়ে যাওয়ায় পড়ার চাপে আর অভিনয়ে সে সময় ইতি দিয়েছিল সে ৷ Photo- facebook
advertisement
3/5
সিরিয়াল শেষ হয়ে গেছে বহু বছর হলেও বাঙালি ফ্যানরা নিজেদের পছন্দের এই শিল্পীর খবর রাখেন বাঙালি ফ্যানরা ৷ Photo- facebook
advertisement
4/5
এ বছর স্কুলের পাঠ শেষ করে ফেলেছেন টিভি সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী ৷ এখন তিনি কলেজের ছাত্রী ৷ Photo- facebook
advertisement
5/5
সোশ্যিওলজি, ইকনমিক্স ও সাইকোলজি নিয়ে আশুতোষ কলেজে ভর্তি হয়েছেন তিনি বলে সোশ্যাল মিডিয়ায় নিজেই খবর দিয়েছেন ঝিলিক তথা তিথি ৷ Photo- facebook