Yash Dasgupta|| অবশেষে সুখবর শেয়ার করলেন অভিনেতা যশ দাশগুপ্ত! কেন এমন সিদ্ধান্ত? জানালেন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
সম্প্রতি সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে যশ দাশগুপ্তের (Yash Dasgupta) ঘনিষ্ঠতা চর্চায়। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে চলছে জলঘোলা। তার মধ্যেই নিজের পুরনো জায়গায় ফিরতে চাইছেন অভিনেতা।
advertisement
1/8

*যশ-নুসরত জাহানের(Nusrat Jahan) প্রেম নিয়ে গুঞ্জনের শেষ নেই। যদিও বিষয়টি নিয়ে কখনও মুখ খোলেননি যশ দাশগুপ্ত(Yash Dasgupta) । কিন্তু যশ মুখ না খুললেও অবশ্য তাতে সিলমোহর দিয়েছিলেন সাংসদ-অভিনেত্রী। আর এসবের মধ্যেই উঠে আসে আরও একটি চাঞ্চল্যকর খবর। নুসরত মা হতে চলেছেন। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*এরপরেই শুরু হয় সেই শিশুর পিতৃ পরিচয় নিয়ে চিরুনী তল্লাশি। অন্যদিকে নিখিল জৈনও সেই সন্তানের দায় অস্বীকার করেছেন। আর এতে আরও জোরালো হয় যে, নুসরতের সন্তানের বাবা যশই। কীভাবে লাইম -লাইটে থাকতে হয় এটা যশ এবং নুসরত জাহান দুজনেই ভালো মতো জানেন। কারণ রাজনীতিতে অল্প সময়ের জন্য জড়িয়ে গার্লফ্রেন্ড নুসরত-র বিপরীত রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়িয়েও একবার শিরোনামে উঠে আসেন যশ।সংগৃহীত ছবি।
advertisement
3/8
*তবে সাম্প্রতিক ঘটনাগুলিতে বোঝা যায় তাঁদের সম্পর্কে সেসব কিছু প্রভাব ফেলেনি। ডিসেম্বরে তাঁদের রাজস্থান (Rajasthan) ভ্রমণের পর থেকেই যশ ও নুসরত তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টগুলিতে একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে পিছপা হননি। আর এসবের মধ্যেই নেট দুনিয়ায় বিতর্ক দেখা দিয়েছে নুসরতের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*অন্যদিকে, আবার শোনা যাচ্ছে যশ টেলিভিশনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার অভিনেতা কোনও মেগা সিরিয়াল বা ফিচার শোতে নামছেন না। সূত্র বলছে কোনও রিয়েলিটি শোয়ের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। অনুষ্ঠানের নাম এখনও চ্যানেল প্রকাশ করতে পারেনি। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*উল্লেখ্য, কালার্স(Colours) এবং স্টার জলসায় (Star Jalsha) আসছে ২টি নতুন রিয়্যালিটি শো। গুঞ্জন শোনা যাচ্ছে যে এই দুটি শোয়ের কোনও একটিতে সঞ্চালক হিসেবে দেখা যেতে পারে যশকে।সংগৃহীত ছবি। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*এছাড়াও খবর রয়েছে, ছোট পর্দার পাশাপাশি তিনি নাকি সই করেছেন তিনটি ওয়েব সিরিজেও। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) সঙ্গে ২০১৬ সালে বীরসা দাশগুপ্তের (Birsa Dasgupta)গ্যাংস্টারের (Gangster) দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন যশ। এর আগে স্টার জলসার ‘বোঝে না সে বোঝে’(Bojhena Se Bojhena) ধারাবাহিকের সুবাদে ‘যশ্মিতা’ জুটিকে প্রথম পর্দায় দেখা যায়। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*নায়ক-নায়িকার নাম মিলিয়ে দিয়ে এই নতুন নামকরণ করেছেন তাঁদের অনুরাগীরাই। অরণ্য সিংহ রায় এবং পাখি ঘোষ দোস্তিদারের ভূমিকায় অভিনয় করেছিলেন যশ-মধুমিতা সরকার(Madhimita Sarkar) । যে জুটি দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা করে নেয়। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*সিরিয়ালটির সাফল্য এবং যশ ও মধুমিতার সম্পর্কের রসায়ন তাদের ফের পর্দায় ফেরানোর দাবিতে 'যশ্মিতা' অনুরাগীরাও দাবি জানায় দীর্ঘদিন। যদিও এবার দীর্ঘ পাঁচ বছর পর রিয়েলিটি শোয়ের মাধ্যমে ফের টেলিভিশনে ফিরে আসতে পারেন অভিনেতা। সংগৃহীত ছবি।