কর্ণ সেন নয়, বাস্তবে এই জনপ্রিয় গায়কের সঙ্গে জমিয়ে প্রেম করছেন রাধিকা!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
তবে রাধিকা এ বার কর্ণ নয়, প্রেমে পড়েছেন অন্য একজনের । পাত্র এই ইন্ডাস্ট্রিরই একজন ।
advertisement
1/8

advertisement
2/8
• তবে রাধিকা এ বার কর্ণ নয়, প্রেমে পড়েছেন অন্য একজনের । তবে রিল লাইফের রাধিকা নয়, ইনি হলেন রিয়েল লাইফের স্বস্তিকা দত্ত । শোনা যাচ্ছে, তিনিই নাকি এখন নতুন সম্পর্কের ভাললাগায় ডুব দিয়েছেন । ছবি-ইনস্টাগ্রাম ।
advertisement
3/8
• অন্যদিকে কর্ণও পিছিয়ে নেই । নতুন সম্পর্কের বাঁধনে বাঁধা পড়েছেন তিনিও। টলি অভিনেত্রী অদ্রিজা রায়ের সঙ্গে জমিয়ে প্রেম করছেন কর্ণ সেন ওরফে ক্রুশল আহুজা । ছবি-ইনস্টাগ্রাম ।
advertisement
4/8
• পাত্র ইন্ডাস্ট্রিরই একজন । তবে অভিনেতা নন । তিনি গায়ক । তাঁর নাম শোভন গঙ্গোপাধ্যায় । শোভন টিভির পর্দায় যথেষ্ট পরিচিত মুখ । অনেকেই তাঁকে চেনেন । ছবি-ইনস্টাগ্রাম ।
advertisement
5/8
• এর আগে গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে বহু বছরের প্রেমের সম্পর্ক ছিল শোভনের । সেই সম্পর্ক এখন অতীত । ইমন এখন নীলাঞ্জন ঘোষের সঙ্গে সংসার পাততে চলেছেন । ছবি-ইনস্টাগ্রাম ।
advertisement
6/8
• স্বস্তিকা বা শোভন কেউই অবশ্য এখনও শিকার করছেন না নতুন এই সম্পর্কের কথা । তবে তাঁদের সোশ্যাল মিডিয়া ফলো করলে বেশ বোঝা যাচ্ছে এই শীতের শহরে সম্পর্কের উষ্ণতা খানিক বেড়েছে বইকি । ছবি-ইনস্টাগ্রাম ।
advertisement
7/8
• কখনও কফি ডেট, কখনও শোভনের গাওয়া গানে সোশ্যাল মিডিয়া সাজানো....এ সবই টুকটাক চলছে এখন । পুজোর সময় একসঙ্গে বনেদিবাড়ির পুজো দেখতেও গিয়েছিলেন স্বস্তিকা-শোভন । ছবি-ইনস্টাগ্রাম ।
advertisement
8/8
• এখন দেখার টলিউডের এই বিয়ের মরশুমে নতুন দুই লভ-বার্ডসের বিয়ের ফুল ফোটে কিনা । ছবি-ইনস্টাগ্রাম ।