উষ্ণ প্রেমে একাকার বনি-কৌশানি, খোলা আকাশের নীচে স্নান করলেন একসঙ্গে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/12

• টলিউডের পাওয়ার কাপল বনি-কৌশানি ৷ হঠাৎই শহর থেকে উধাও তাঁরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/12
• বহুদিন ধরেই চুটিয়ে দু’জন প্রেম করছেন বোকো ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/12
• কিছুদিন আগেই ছিল কৌশানির জন্মদিন ৷ দু’জনে একসঙ্গে সেই জন্মদিন সেলিব্রেট করেছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/12
• জন্মদিনের সেলিব্রেশন শেষ হতেই একসঙ্গে বেরিয়ে পড়লেন বনি-কৌশানি ৷ এয়ারপোর্টের ছবি শেয়ার করে কৌশানি লিখেছিলেন ‘ভ্যাকেশন মোড অন’ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/12
• তখন অবশ্য জানা যায়নি কোথায় পারি দিয়েছেন দু’টিতে মিলে ৷ পরে অবশ্য নিজেরাই খোলসা করে দেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/12
• জানান, বালিতেই ছুটি কাটাতে গিয়েছেন তাঁরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/12
• হলিডে থেকেই একের পর এক ছবি পোস্ট করছেন যুগলে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/12
• বালি সাফারি করলেন দু’জনে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
9/12
• খোলা ছাদের নীচে স্নানও করলেন একসঙ্গে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
10/12
• সেই ছবিও পোস্ট করলেন বনি-কৌশানি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
11/12
• সাইট সিইংয়ে গিয়েও ছবি পোস্ট করলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
12/12
• বোঝাই যাচ্ছে দারুণ এনজয় করছেন তাঁরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷