Arjun Chakrabarty|| সুঠাম পৌরুষের গোপন রহস্য কী? খোলাখুলি জানালেন 'হ্যান্ডসাম হাঙ্ক' অর্জুন চক্রবর্তী
- Published by:Shubhagata Dey
Last Updated:
Arjun Chakrabarty: অর্জুনের অভিনয় যেমন প্রশংসা কুড়োয়, তেমন আজকাল তিনি ভীষণ ট্রেন্ডিং ফিটনেস নিয়েও।
advertisement
1/7

*টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)। তাঁর Instagram প্রোফাইলে ঢুঁ মারলে বোঝা যাবে কতটা জনপ্রিয় তিনি। প্রোফাইলের ইতিউতি উঁকি মারছে ফিটনেস সংক্রান্ত নানা পোস্ট। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/7
*অর্জুনের অভিনয় যেমন প্রশংসা কুড়োয়, তেমন আজকাল তিনি ভীষণ ট্রেন্ডিং ফিটনেস নিয়েও। দিনে দিনে নিজেকে হট এবং ড্যাশিং অবতারে নিয়ে আসছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/7
*তবে এমন অবতারে আসার জন্য অর্জুন ঠিক কী কী করেন তা নিজের মুখেই প্রকাশ করেছেন। অর্জুন বলেছেন, “আমরা সকলেই নিজেকে সুন্দর ও সুস্থ রাখতে পছন্দ করি, তার জন্য বিশেষ ধরনের ডায়েটের পরিকল্পনা করি, তবে আমার মনে হয় এত কিছু না ভেবে নিজের ইচ্ছে মতো সাধারণ খাওয়া-দাওয়া করে জীবন অতিবাহিত করলেই সব কিছু ঠিক থাকবে, সব সময় মনে রাখতে হবে নিজের জন্য কোন জিনিসটা উপযুক্ত”। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/7
*নিজের ওয়ার্কআউট রুটিন নিয়ে অর্জুন বলেন, “ওয়েট ট্রেনিং থেকে ফ্রি হ্যান্ড, আমি দুটোকেই নিজের মতো করে মিলিয়ে মিশিয়ে নিয়েছি। প্রত্যেকেই তাঁদের নিজেদের মতো করে ওয়ার্কআউট করতে পারেন, তবে এক্সারসাইজ করাটা আবশ্যক”। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/7
*অর্জুনের হাতে এখন বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। তার মধ্যে শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra) বহু আলোচিত ছবি অভিযাত্রিকে (Avijatrik) দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। এই ছবিতে টলিউডের আইকনিক চরিত্র অপুর ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/7
*এ ছাড়াও এই ছবিতে প্রধান চরিত্রে থাকছেন অর্জুনের বাবা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। এই ছবিতেই বাবা, ছেলেকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
7/7
*আরও একটি ছবি রয়েছে অর্জুনের হাতে। সৃজিৎ মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ‘এক্স = প্রেম’ (X=Prem) ছবিতেও প্রধান চরিত্রে রয়েছেন অভিনেতা। সম্প্রতি, ছবিটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে। ছবিঃ ইনস্টাগ্রাম।