টলিউডের হট জুটি ঐন্দ্রিলা ও অঙ্কুশ ! ছুটি কাটাতে কোথায় গেলেন তাঁরা ? দেখুন ছবি
Last Updated:
অঙ্কুশের সঙ্গে ছবি শেয়ার করলেন ঐন্দ্রিলা ! লিখলেন, " ছুটিতে আমরা"।
advertisement
1/5

বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা সেন। একের পর এক সুপারহিট সিরিয়াল তিনি দর্শককে উপহার দিয়েছেন। আর ওদিকে বাংলা ছবির জনপ্রিয় মুখ অঙ্কুশ। এই দুজনের প্রেমের সম্পর্ক কার না জানা? তাঁরা টি-টাউনের সবচেয়ে হিট জুটি। হটাৎ করে কোথায় বেড়াতে গেলেন তাঁরা? photo source Instagram
advertisement
2/5
নিজেদের পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে অঙ্কুশ ও ঐন্দ্রিলা উড়ে গেলেন তাইল্যান্ড। সেখান থেকে হোটেলের ছবি শেয়ার করলেন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ছবি এখন উত্তেজনার তুঙ্গে ! নেটিজেনরা নানা প্রশ্নে ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। photo source Instagram
advertisement
3/5
অঙ্কুশের সঙ্গে ছবি শেয়ার করলেন ঐন্দ্রিলা ! লিখলেন, " ছুটিতে আমরা"। পরিবারের সঙ্গে গেলেও সবচেয়ে বেশি নিজেদের মতো করে সময় কাটালেন এই হট কাপল। photo source Instagram
advertisement
4/5
তবে শুধু অঙ্কুশের সঙ্গেই সময় কাটিয়েছেন তিনি এমন নয়। পরিবারকেও সময় দিলেন তাঁরা। পরিবারের সদস্যদের সঙ্গেও তুললেন ছবি। photo source Instagram
advertisement
5/5
অঙ্কুশ ও ঐন্দ্রিলার খুব ভাল বন্ধু বিক্রম। মাঝে মাঝেই নানা মজার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অঙ্কুশ। বিক্রম আর ঐন্দ্রিলার জুটি টেলিভিশনের সবচেয়ে সুপারহিট জুটি। ওদিকে অফস্ক্রিন হট জুটি অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তাঁদের এই মিষ্টি প্রেমের সম্পর্ক নিয়ে নেটিজেনরাও সব সময় আগ্রহী। তবে ঐন্দ্রিলা আর অঙ্কুশকে এক সঙ্গে ছবিতে দেখতে চেয়ে নেটিজেনরা কমেন্টেও লিখেছেন। photo source Instagram