Tollywood Gossip: জন্মদিনে মিমিকে বিশেষ উপহার শুভশ্রীর! স্বামীর প্রাক্তনকে কী দিলেন রাজ-ঘরণী?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
১১ তারিখ ছিল মিমির জন্মদিন। নিজের মতো করে নিজের কাছের মানুষদের সঙ্গে এই দিনটি কাটিয়েছেন তিনি। যা যা উপহার পেয়েছেন, তার ছবিও ভাগ করে নিয়েছেন।
advertisement
1/9

সম্প্রতি 'যাহা বলিব সত্য বলিব' ওয়েব সিরিজে দেখা গিয়েছে টলি অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীকে। তিনি সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। সিনেমা, ওয়েব সিরিজ, রাজনীতি সবেতেই তিনি দক্ষ।
advertisement
2/9
৩৪ বছরের গন্ডি পার করেও এখনও বিয়ের পিঁড়িতে যেতে নারাজ মিমি৷ রাজের সঙ্গে প্রেম ভাঙার পর প্রায় কেটে গিয়েছে ৭ বছর৷ এখনও তিনি একা৷ তাঁকে নিয়ে কোনও কানাঘুষোও নেই।
advertisement
3/9
১১ তারিখ ছিল মিমির জন্মদিন। নিজের মতো করে নিজের কাছের মানুষদের সঙ্গে এই দিনটি কাটিয়েছেন তিনি। যা যা উপহার পেয়েছেন, তাগের ছবিও ভাগ করে নিয়েছেন।
advertisement
4/9
মিমিকে উপহার পাঠিয়েছেন শুভশ্রীও। এঁদের দুজনের সম্পর্ক কারও অজানা নয়। এমনকী রাজের সঙ্গে আজও কথা বন্ধ মিমির।
advertisement
5/9
এদিকে রাজ শুভশ্রীর বিয়ে হয়েছে বহু দিন। দুই সন্তানের বাবা-মা তাঁরা। পুরনো তিক্ততা ঠান্ডা হচ্ছে ক্রমশ।
advertisement
6/9
মিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ-ঘরণী শুভশ্রী। সঙ্গে পাঠিয়েছিলেন ফুলের তোড়া। সেখানে তাঁদের দুই সন্তানের নাম লেখা। মিমি তা তাঁর সোশ্যাল পেজে শেয়ারও করেন। লেখেন, পুচকেগুলোকে অনেক আদর। তবে রাজকে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি।
advertisement
7/9
৭ মার্চ, ২০১৮ বুধবার রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী এনগেজমেন্ট হয়। ১১ই মে ২০১৮ তাঁদের সামাজিক বিবাহ হয়। সুখে সংসার করছেন তাঁরা। ইউভানের পরে তাঁদের জীবনে এসেছে ইয়ালিনি।
advertisement
8/9
কখন একে অপরকে জড়িয়ে ছবি শেয়ার করেন তাঁরা। আবার কখন রাজ মিষ্টি চুমু এঁকে দেন শুভশ্রীর গালে।
advertisement
9/9
এদিকে মিমির ফোকাসে আপাত শুধুই তাঁর কেরিয়ার।