TRENDING:

Suchandra Dasgupta's Death: মা-হারা সুচন্দ্রাকে বিয়ে দেন বাবা, IT কর্মী স্বামীর সঙ্গে জীবন আদৌ সুখের ছিল কি! অভিনেত্রীর মৃত্যুতে শোক

Last Updated:
Suchandra Dasgupta's Death: শ্বশুরবাড়ি নরেন্দ্রপুরে হলেও, সোদপুরে বাবার কাছে থেকেই প্রায় নিত্যদিন চলত মফস্বল থেকে শহর কলকাতায় যাতায়াত। নবম বা দশম শ্রেণিতে পড়ার সময়ে তাঁর মায়ের মৃত্যু হয়। তার পর থেকে বাবাই তাঁর সব।
advertisement
1/10
মা-হারা সুচন্দ্রাকে বিয়ে দেন বাবা, IT কর্মী স্বামীর সঙ্গে জীবন আদৌ সুখের ছিল কি!
পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সুচন্দ্রা দাশগুপ্ত। মাত্র ২৯-এই পথচলা শেষ টেলি অভিনেত্রীর। শ্যুটিং থেকে বাড়ি ফেরার পথেই সব শেষ। রবিবার রাতে কলকাতা থেকে ডানলপের দিকে অ্যাপ বাইকে পানিহাটি রেলওয়ে পার্কে বাপের বাড়িতে ফিরছিলেন তিনি। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
2/10
সেই সময় বরানগর ঘোষপাড়া রোডের কাছে একটি সাইকেল আচমকাই রাস্তা পার করে সেই দেখে বাইকটি ব্রেক মারে। সেই সময় বাইকের পিছনে বসে থাকা সুচন্দ্রা পড়ে যান। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
3/10
পিছন দিক থেকে আসা একটি লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘাতক লরিটিকে আটক করেছে এবং তার চালককে গ্রেফতার করা হয়েছে। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
4/10
বরানগর থানাতে দাঁড়িয়ে স্বামী দেবজ্যোতি সেনগুপ্ত জানান, ২০২১ সাল থেকে অভিনয় শুরু করেন সুচন্দ্রা। স্ট্রাগলিংয়ের মাঝে চাকরিও করে সে। তবে কয়েক বছর হল থিয়েটারের সঙ্গে নিজেকে বেশি নিয়োজিত করেছিলেন এই টেলি অভিনেত্রী। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
5/10
সারাদিনই প্রায় ব্যস্ত থাকতেন শ্যুটিং, নাটক, রিহার্সাল নিয়ে। শেষে চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় সুচন্দ্রা। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
6/10
শ্বশুরবাড়ি নরেন্দ্রপুরে হলেও, সোদপুরে বাবার কাছে থেকেই প্রায় নিত্যদিন চলত মফস্বল থেকে শহর কলকাতায় যাতায়াত। নবম বা দশম শ্রেণিতে পড়ার সময়ে তাঁর মায়ের মৃত্যু হয়। তার পর থেকে বাবাই তাঁর সব। মেয়ের অভিনয়ের শখে উৎসাহ দিতেন তাঁর বাবা। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
7/10
‘গৌরী এলো’ সিরিয়ালের কাজ করতেই লোকের কাছে বেশি পরিচিত হয়ে ওঠে সুচন্দ্রা। গত নভেম্বর মাসে ধারাবাহিকে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেন। পাশাপাশি বহু জায়গায় অভিনেত্রী হিসেবে কাজের সুযোগের জন্য দিচ্ছিলেন অডিশন। এদিনও ছিল শো। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
8/10
স্বামী দেবজ্যোতি জানান, নিজের কাজকেই বেশি গুরুত্ব দিতেন সুচন্দ্রা। স্বামীও সুচন্দ্রাকে উৎসাহ দিতেন কাজে। শেষ সন্ধ্যায় নাগাদ কথা হয়েছিল তাঁদের মধ্যে। স্ত্রী সুচন্দ্রা জানিয়েছিলেন, তিনি এখন শো-তেই আছেন, বাড়ি ফিরে কথা বলবেন। কিন্তু আর হল না কথা। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
9/10
কয়েক ঘণ্টা পর এল দুর্ঘটনার খবর। ততক্ষণে সব শেষ। মাত্র ৩০ বছর বয়সেই থেমে গেল এই টেলি অভিনেত্রীর লড়াই। শোকস্তব্ধ টলিপাড়ার সহকর্মীরা-সহ গোটা পরিবার। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
10/10
সন্ধ্যাবেলাই স্ত্রীর সঙ্গে কথা হয় দেবজ্যোতির। কিন্তু সেই কথা আর শেষ হল না। তার পরই পেশায় আইটি কর্মী স্বামী দেবজ্যোতির কাছে পথ দুর্ঘটনার খবর আসে থানা থেকে। নরেন্দ্রপুর থেকে বরানগর থানায় আসেন দেবজ্যোতি। শোকে পাথর তিনি। (Reporter: Rudra Narayan Roy)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Suchandra Dasgupta's Death: মা-হারা সুচন্দ্রাকে বিয়ে দেন বাবা, IT কর্মী স্বামীর সঙ্গে জীবন আদৌ সুখের ছিল কি! অভিনেত্রীর মৃত্যুতে শোক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল