পাখির বাসায় চুটিয়ে প্রেম! এই দেশে হানিমুনে শ্রাবন্তী-রোশন, ফাঁস করলেন নায়িকার স্বামী
Last Updated:
advertisement
1/7

♦ যবে থেকে রোশনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তবে থেকেই শ্রাবন্তীকে নিয়ে সমালোচনার পারদ চড়িয়েছিলেন নেটিজেনরা ৷ কুরুচিকর মন্তব্যের ঝড়ে কান পাতা হয়েছিল দায়! ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
♦ তবে সে সময় টলিউডের প্রায় সেলেব্রিটিই শ্রাবন্তী ও রোশনের পাশে দাঁড়িয়েছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
♦ এরপর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা ৷ আর সেই সিদ্ধান্ত নেওয়ার সময় পাশে পেয়েছিলেন তাঁদের দুই পরিবারকেই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
♦ রোশনকে বেশ পছন্দ করেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ওরফে ঝিনুকও ৷ মায়ের এই সিদ্ধান্তে সহমত জানিয়ে পাশে দাঁড়িয়েছিল সে-ও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
♦ অমৃতসরে চার হাত হয়েছিল শ্রাবন্তী ও রোশনের ৷ এ বার মধুচন্দ্রিমা যাপনে বিদেশে পাড়ি দিয়েছেন যুগলে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
♦ কিন্তু কোথায় হানিমুনে গিয়েছেন তাঁরা সে কথা কেউই-জানাননি ৷ অবশেষে জানা গেল তাঁরা কোথায় হানিমুনে গিয়েছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
♦ রোশন একটি ছবি পোস্ট করেছেন যেখানে লোকেসন হিসেবে দেওয়া রয়েছে ‘কফি লুয়াক আলাস আরুং অ্যাগ্রো’-এর নাম ৷ আর এটি রয়েছে ইন্দোনেশিয়াযর বালিতে ৷ অর্থাৎ বালিতে হানিমুনে রয়েছেন তাঁরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷