Solanki Roy: 'গাঁটছড়া'-এ গৌরব! সিনেমায় যিশু! সোলাঙ্কি রায়ের হাতে একের পর এক কাজ
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Solanki Roy: সোলাঙ্কি রায়। সিরিজ থেকে সিনেমা, সিরিয়াল সবেতেই এখন সেরার সেরা তিনি। মিষ্টি নায়িকায় মন মজেছে টলিউডের
advertisement
1/6

সোলাঙ্কি রায়। টলিউডের এই মিষ্টি নায়িকা এক ঝলকেই জয় করে নেন সকলের মন। সামনেই মুক্তি পাবে যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁর ছবি 'বাবা বেবি ও'। photo source Instagram
advertisement
2/6
তার আগেই অবশ্য স্টার জলসায় শুরু হয়েছে , "গাঁটছড়া"। এই সিরিয়ালে তিনিই মুখ্য চরিত্রে অভিনয় করছেন। খড়ি ওরফে সোলাঙ্কি শুরুতেই জিতেছেন মানুষের মন। photo source Instagram
advertisement
3/6
এই ধারাবাহিকে তিনি জুটি বাঁধবেন গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে। গৌরব কিছুদিন আগেই শেষ করেছেন রানি রাসমণি-র কাজ। সেখানে মথুরের চরিত্রে সকলের মন জিতেছেন গৌরব। photo source Instagram
advertisement
4/6
সোলাঙ্কি সিরিয়াল দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন। photo source Instagram
advertisement
5/6
এবার গাঁটছড়ায় জুটি বাঁধলেন সোলাঙ্কি-গৌরব। যদিও ধারাবাহিকের গল্পে সোলাঙ্কির বড় বোনকেই পছন্দ করবেন গৌরব। কিন্তু কী ভাবে দিদির জায়গায় সোলাঙ্কি হবেন গৌরবের বউ? তা বোঝা যাবে ধারাবাহিক এগোলেই। photo source Instagram
advertisement
6/6
এর পর একের পর কাজ এসেছে তাঁর হাতে। সিরিয়াল, সিরিজের পর এবার সিনেমা তাঁর হাতে। photo source Instagram