TRENDING:

Tollywood Actress: বিয়ের রাতেই সব তছনছ...? প্রেমিকের স্মৃতিতে ডুব, স্বামীকে একী বলেন টলি নায়িকা, চেনা যাচ্ছে কি!

Last Updated:
Tollywood Actress Gossip: ধারাবাহিক থেকে বড়পর্দা, অনায়াস বিচরণ অভিনেত্রীর। কিন্তু ব্যক্তিজীবনে বারবার ওঠাপড়ার সম্মুখীন হতে হয়েছে। গ্রাস করেছিল অবসাদ। প্রেমিকের হাতে নির্যাতিত পর্যন্ত হয়েছিলেন।
advertisement
1/8
বিয়ের রাতেই সব তছনছ? প্রেমিকের স্মৃতিতে ডুব, স্বামীকে একী বলেন নায়িকা, চেনা যায়?
Sanghasri Sinha: ধারাবাহিক থেকে বড়পর্দা, অনায়াস বিচরণ অভিনেত্রীর। কিন্তু ব্যক্তিজীবনে বারবার ওঠাপড়ার সম্মুখীন হতে হয়েছে। গ্রাস করেছিল অবসাদ। প্রেমিকের হাতে নির্যাতিত পর্যন্ত হয়েছিলেন।
advertisement
2/8
Sanghasri Sinha: সেই অভিনেত্রী এখন অনেকের থেকে বেশি শক্তিশালী। তা সে মানসিকতায় হোক বা হোক অভিনয়ের আঙিনায়। সম্প্রতি নায়িকার জীবনের মোড় ঘোরানো ঘটনার কথা জানা গেল।
advertisement
3/8
Sanghasri Sinha: তিনি সঙ্ঘশ্রী সিনহা। সম্প্রতি ‘ঘরে ঘরে জি বাংলা’-র একটি প্রোমোতে দেখা যায় অপরাজিতা আঢ্যর সঙ্গে আড্ডায় বসেছেন অভিনেত্রী। পাশে তাঁর স্বামী রোহন মিত্র এবং মা।
advertisement
4/8
Sanghasri Sinha: সঙ্ঘশ্রীর কথায়, ‘‘আমার প্রেমিক আমাকে ঠকিয়ে অন্য মেয়েকে নিয়ে বাইকে করে ঘুরে বেড়াচ্ছে। এই দুঃখ আমি সহ্য করতে পারছিলাম না। আমার বাড়ির সামনে দিয়ে পাঁই ওড়না উড়িয়ে বাইক নিয়ে চলে যাচ্ছে। আমি তখন... ওকে দেখিয়ে দেব বিয়ে করতে পারি কি না!’’
advertisement
5/8
Sanghasri Sinha: ‘‘এবার বিয়ের পর লোকের হয় না, জ্ঞান ফিরে আসে, আমার সেরকম ভাবেই মনে হতে থাকল, এ আমি কী করলাম। এবার তো রিভার্স কোনও গিয়ার নেই।’’ পাশ থেকে সঙ্ঘশ্রীর মা বলেন, ‘‘তাও বিয়ের আগের দিন বলেছে, মা আমি বিয়ে করব না।’’
advertisement
6/8
Sanghasri Sinha: সঙ্ঘশ্রী বলতে থাকলেন, ‘‘তাও বিয়ের পরের দিন আমি ওকে (স্বামী) বললাম, আমি বাড়ি যাব।’’ রোহন বলে উঠলেন, ‘‘আমি বললাম, ঠিক আছে দেখো সবকিছু ব্যবস্থা হয়ে গিয়েছে। বৌভাতটা কেটে যাক, তারপর বাড়ি চলে যেও।’’
advertisement
7/8
Sanghasri Sinha: সঙ্ঘশ্রীর কাণ্ড শুনে হেসে কুটিপাটি অপরাজিতা। সঙ্ঘশ্রী জানালেন, এখনও নাকি ঝগড়া হলে রোহন ঠিক এভাবে তাঁকে সামলান। একথা শুনে অপরাজিতা সঙ্ঘশ্রীকে বলেন, ‘‘ও কিন্তু তোকে ঠিক চিনেছে। তুই এখনও বাচ্চা।’’ একথায় সমর্থন জানান অভিনেত্রীর মা।
advertisement
8/8
Sanghasri Sinha: ২০১৭ সালে রোহনের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় সঙ্ঘশ্রীর। দম্পতি একে অপরের প্রেমে পড়েন তার পর। কিন্তু তার আগে দীর্ঘ ১১ বছরের একটি ‘বিষাক্ত’ সম্পর্কে ছিলেন অভিনেত্রী। এখন রোহনের সঙ্গে ৬ বছর কেটে যাওয়ার পর তিনি বুঝেছেন, তাঁর সমস্ত আনন্দ রোহনকে ঘিরেই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Tollywood Actress: বিয়ের রাতেই সব তছনছ...? প্রেমিকের স্মৃতিতে ডুব, স্বামীকে একী বলেন টলি নায়িকা, চেনা যাচ্ছে কি!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল