Tollywood: স্ত্রীর কাছে প্রেমের কথা ফাঁস! রাগে তেলুগু অভিনেত্রীকে যৌন নির্যাতন জনপ্রিয় তারকার, শোরগোল পড়ে যায় ইন্ডাস্ট্রিতে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Tollywood Actress: কে এই নায়ক? তিনি দিলীপ। মালয়ালাম ছবির জনপ্রিয় তারকা। তবে তাঁর আরও একটি পরিচয় রয়েছে।
advertisement
1/5

রাগ হল চণ্ডাল। নিজেকে শান্ত রাখতে হয়। রাগের মাথায় কিছু করে বসলে আফশোস করতে হয় আজীবন। সেরকমটাই ঘটেছে দক্ষিণের এক সুপারস্টার নায়কের জীবনে। রাগের মাথায় সুপারি দিয়ে তেলুগু নায়িকাকে অপহরণ এবং যৌন হেনস্থা করান তিনি।
advertisement
2/5
কে এই নায়ক? তিনি দিলীপ। মালয়ালাম ছবির জনপ্রিয় তারকা। তবে তাঁর আরও একটি পরিচয় রয়েছে। সেটা হল, তিনি মঞ্জু ওয়ারিয়রের প্রাক্তন স্বামী, যিনি ‘ভেট্টায়ান’ ছবির ‘মনিসিলয়ো’ গানের তালে পা মিলিয়েছেন।
advertisement
3/5
একটি গ্যাং-কে সুপারি দিয়েছিলেন দিলীপ কুমার। তারাই তেলেগু নায়িকা ভাবনাকে প্রথমে অপহরণ করে। তারপর চালায় যৌন নির্যাতন। গোটা ঘটনা নিজে হাতে ভিডিও করেন দিলীপ। ঘটনা জানাজানি হওয়ার পর এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল কেরলে।
advertisement
4/5
কিন্তু কেন তেলেগু নায়িকার উপর রাগ দিলীপের? এর পিছনে রয়েছে শুধুই প্রতিহিংসা। এক সময় অভিনেতাকে ডিভোর্স দিয়েছিলেন মঞ্জু। সেই সময় আরেক তারকা নায়িকা কাব্য মাধবনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দিলীপ। সেটাই জেনে যান মঞ্জু। ২০১০ সালে অভিনেত্রী ভাবনা, দিলীপ কুমার এবং কাব্য মাধবন একসঙ্গে মার্কিন সফরে গিয়েছিলেন। সেখানে বেশ কিছু শো করেন তাঁরা। তখনই ভাবনা জানতে পারেন, কাব্য মাধবনের সঙ্গে দিলীপ কুমারের সম্পর্ক রয়েছে।
advertisement
5/5
এটাই দিলীপের রাগের কারণ। ২০১৬ সালে কাব্য মাধবনকে বিয়ে করেন দিলীপ। তার কিছুদিন পর জানতে পারেন, ভাবনাই তাঁদের সম্পর্কের কথা মঞ্জুর কাছে ফাঁস করে দিয়েছিলেন। দিলীপের সব রাগ গিয়ে পড়ে ভাবনার উপর। উল্লেখ্য, অপহরণ এবং যৌন হেনস্থার অভিযোগে ৩ মাস জেলে ছিলেন দিলীপ। পরে মুক্তি পান।