Madhumita Sarcar hospitalized: ‘ভয়ঙ্কর শরীর খারাপ’! সোমবার ভোরে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল মধুমিতাকে, কী হয়েছে নায়িকার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Madhumita Sarcar hospitalized: চোখে চশমা। হাতে চ্যানেল করা নল। হাসপাতালে পোশাকে শয্যায় শুয়ে সেলফি তুলেছেন মধুমিতা। মুখে যদিও হাসি। বালিশের পাশে একটি বই রাখা।
advertisement
1/7

হাসপাতালে ভর্তি টলি অভিনেত্রী মধুমিতা সরকার। হঠাৎ সোমবার সকালে নায়িকার ছবি দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। কী হয়েছে তাঁর?
advertisement
2/7
চোখে চশমা। হাতে চ্যানেল করা নল। হাসপাতালে পোশাকে শয্যায় শুয়ে সেলফি তুলেছেন মধুমিতা। মুখে যদিও হাসি। বালিশের পাশে একটি বই রাখা।
advertisement
3/7
ছবির সঙ্গে ক্যাপশনে নায়িকা লিখলেন, ‘ভয়ঙ্কর শরীর খারাপ হয়েছিল। আস্তে আস্তে ঠিক হচ্ছি। সকলের ভালবাসার জন্য ধন্যবাদ।’
advertisement
4/7
নিউজ18 বাংলার তরফে যোগাযোগ করে জানা গেল, মধুমিতার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে। অস্ত্রোপচার করার পর তিনি আজ অনেকটাই সুস্থ।
advertisement
5/7
মধুমিতা কথা বলতে পারছেন না। অপারেশনের ধকল এখনও সামলে উঠতে পারেননি। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বললেন, ‘‘খুবই ব্যথা। এক-দু’দিনে ছেড়়ে দেবে বোধহয়।’’
advertisement
6/7
দিন কয়েক আগেই গোয়া থেকে ঘুরে এসেছেন তিনি। সমুদ্রে স্নান করার ভিডিও, পার্টি করার ছবি, সব মিলিয়ে জমজমাট হয়েছিল ইনস্টাগ্রাম প্রোফাইল। তারই মাঝে যে কখন শরীরে রোগ দানা বেঁধেছিল, তা তিনি টের পাননি।
advertisement
7/7
‘চিনি ২’-এর শ্যুটিং চলাকালীন পেটে যন্ত্রণা হলেও তিনি পাত্তা দেননি। তার পর সোমবার ভোর রাতে তাঁকে নিয়ে হাসপাতালে ছোটা হয়। আজই অপারেশন হয়েছে তাঁর।