TRENDING:

Guess the Celebrity: অভাগা অভিনেত্রী...! বিয়ের ১১ দিনেই গুলিবিদ্ধ স্বামী, ১১ মাস পরই মৃত্যু, এই মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হয়ে চরম সর্বনাশ হয়েছিল, কে এই নায়িকা?

Last Updated:
Guess the Celebrity: অভিনেত্রীর বিয়ের মাত্র ১১ দিন পরই ঘটেছিল বড় অঘটন৷ যখন তার স্বামী গুলিবিদ্ধ হন। ১১ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তাঁর স্বামী। তারপরও শেষরক্ষা হয়নি৷ অবশেষে তিনি মারা যান। সেই অভিনেত্রী হলেন লীনা চন্দভকর।
advertisement
1/8
বিয়ের ১১ দিনে গুলিবিদ্ধ স্বামী, ১১ মাস পরই মৃত্যু, জীবনটাই শেষ হয়েছিল নায়িকার
Guess the Celebrity: অভাগা অভিনেত্রী...! বিয়ের ১১ দিনেই গুলিবিদ্ধ স্বামী, ১১ মাস পরই মৃত্যু, এই মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হয়ে চরম সর্বনাশ হয়েছিল, কে এই নায়িকা?
advertisement
2/8
অভিনেত্রীর বিয়ের মাত্র ১১ দিন পরই ঘটেছিল বড় অঘটন৷ যখন তার স্বামী গুলিবিদ্ধ হন। ১১ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তাঁর স্বামী। তারপরও শেষরক্ষা হয়নি৷ অবশেষে তিনি মারা যান। সেই অভিনেত্রী হলেন লীনা চন্দভকর। সৌন্দর্যের বিচারে অনেক বড় অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিতেন লীনা।
advertisement
3/8
লীনা চন্দভকর ১৯৬৮ সালে বলিউড ফিল্ম 'মন কা মিট' দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বিনোদ খান্না এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন এবং ছবির প্রযোজক ছিলেন সুনীল দত্ত। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
advertisement
4/8
কেরিয়ার তখন উর্ধ্বগগনে, তখনইঈ লীনা চন্দভকর ১৯৮৪ সালে সিদ্ধার্থ বন্দোদকরকে বিয়ে করেন। বিয়ের সময় তার বয়স ছিল মাত্র ২৪ বছর। সিদ্ধার্থ একটি রাজনৈতিক দলের পরিবারের সদস্য ছিলেন। তার বাবা দয়ানন্দ বান্দরকর গোয়ার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন।
advertisement
5/8
বিয়ের পর মাঝপথেই অনেক চলচ্চিত্র ছেড়ে দেন লীনা। চলচ্চিত্র থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। তাদের বিয়ের ১১ তম দিনে, তার স্বামী সিদ্ধার্থ নিজের বন্দুক পরিষ্কার করছিলেন, তখনই দুর্ঘটনাক্রমে তিনি গুলিবিদ্ধ হন।
advertisement
6/8
সিদ্ধার্থ বন্দোদকরের চিকিৎসা দীর্ঘ ১১ মাস ধরে চলতে থাকে, তবুও তিনি বাঁচতে পারেননি। লীনা চন্দভকর মাত্র ২৫ বছর বয়সে বিধবা হন। এমনকি স্বামীর মৃত্যুর জন্য তাকেই দায়ী করেছিলেন অনেকে। তাঁর পরিবারের সদস্যরাও তাকে একইভাবে কটূক্তি করে।
advertisement
7/8
স্বামীর মৃত্যুর পর লীনা আবার চলচ্চিত্রে ফেরেন। দিলীপ কুমার অভিনীত 'বৈরাগ' দিয়ে কামব্যাক করেন তিনি।
advertisement
8/8
এরপর কিশোর কুমারের সঙ্গে প্যায়ার আজনবীতে কাজ করেন। দুজনেই আবার প্রেমে পড়েন এবং কিশোরকে বিয়ে করেন। কিশোর লীনার থেকে ২০ বছরের বড় এবং লীনা তাঁর চতুর্থ স্ত্রী ছিলেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Guess the Celebrity: অভাগা অভিনেত্রী...! বিয়ের ১১ দিনেই গুলিবিদ্ধ স্বামী, ১১ মাস পরই মৃত্যু, এই মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হয়ে চরম সর্বনাশ হয়েছিল, কে এই নায়িকা?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল