Bollywood Gossip: প্রেমে বড্ড বেশি চাপ দিতেন এই বলিউড হিরো, তাই টিকল না সম্পর্ক, বিখ্যাৎ মহিলা খেলোয়াড়কে নিয়ে বিরাট গুঞ্জন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Famous Affair: তবে প্রেম টেকেনি৷ কারণ ভয়ানক! ওনস্ক্রিন খুব মিষ্টি, হাসিখুশি এই হিরো বাস্তবে খুব গম্ভীর৷
advertisement
1/11

তিনি অত্যন্ত জনপ্রিয় টেনিস তারকা৷ সুন্দরী, স্মার্ট৷ তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর আলোচনা৷ সেই মহিলা প্লেয়ারের নাম জড়িয়েছিল বলিউড হিরোর সঙ্গে৷ কিন্তু...
advertisement
2/11
তবে প্রেম টেকেনি৷ কারণ ভয়ানক! ওনস্ক্রিন খুব মিষ্টি, হাসিখুশি এই হিরো বাস্তবে খুব গম্ভীর৷ প্রেমে অত্যন্ত অধিকারবোধ ফলাতেন তিনি৷ তাই নাকি এই প্রেম বেশি দূর এগোতেই পারেনি! চেনে এই দুই বিখ্যাৎ ব্যক্তিকে?
advertisement
3/11
বহু বছর ধরে টেনিস খেলেছেন। সানিয়া মির্জা টেনিস থেকে অবসর নিলেও তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। তাঁর খেলা নিয়ে যতটা চর্চা হয়, তার থেকে দ্বিগুণ চর্চা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে৷ বলিউডের অনেক তারকার সঙ্গে তাঁর ভাল সম্পর্ক৷ গুঞ্জন এক বলি অভিনেতার সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক ছিল সানিয়ার। আর সেই হিরো বাস্তবে প্রেমে একটু বেশি হিরোগিরি করে ফেলেছিলেন৷ তাই সম্পর্ক আর এগোয়নি৷
advertisement
4/11
২০১০ পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া। তাঁদের ১ পুত্রসন্তানও রয়েছে৷ তবে ২০২৪-এ শোয়েবের সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে গিয়েছে৷ এখন সানিয়া ছেলেকে নিয়ে একা থাকেন৷
advertisement
5/11
বিয়ের আগে এই হিরোর সঙ্গে তাঁর আলাপ হয়৷ এত বন্ধুর বাড়ির পার্টিতে দু’জনের আলাপ৷ সেখান থেকে বন্ধুত্ব আর প্রেম৷
advertisement
6/11
এই হিরো হলেন শহিদ কাপুর৷ করিনার সঙ্গে প্রেম ভাঙার পর সানিয়ার সঙ্গে সম্পর্ক জড়ান শহিদ৷ যদিও কেউ কখনও এই কথা স্বীকার করেননি৷
advertisement
7/11
শোনা যায় যে সানিয়ার সঙ্গে সময় কাটাবেন বলে পরিচালকদের কাছে আউটডোর লোকেশনের জায়গা বদলানোর অনুরোধ করতেন৷
advertisement
8/11
তবে সানিয়ার উপর একটু অধিকারবোধ ফলাতেন শাহিদ, এমনই খবর৷ সানিয়া অত্যন্ত ব্যক্তিময়ী৷ ফলে তিনি এ ধরনের কোনও স্বভাব তিনি বরদাস্ত করেননি তিনি৷
advertisement
9/11
সানিয়া এবং শাহিদের সম্পর্কের মাঝেই আসেন এক তৃতীয় ব্যক্তি৷ তিনি ছিলেন তেলুগু অভিনেতা৷ ফলে পুরোপুরি শাহিদ-সানিয়ার সম্পর্ক ভেঙেই যায়৷ এরপর ২০১৫-এ মীরা রাজপুতের সঙ্গে শাহিদের বিয়ে হয়৷
advertisement
10/11
বহুদিন পরে কফি উইথ করণের একটি শোয়ে এসে শহিদ-সানিয়া নিয়ে কথা হয়৷ সানিয়াকে জিজ্ঞেস করা হয় যে তিন হিরোর সঙ্গে কী করতে চান চিনি৷ যেখানে ৩টি নাম উল্লেখ করেন করণ৷ রণবীর সিং, রণবীর কাপুর, শহিদ কাপুর৷ তখন তিনি বলেন যে রণবীর সিং-এর সঙ্গে তিনি অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চান। রণবীর কপূরকে বিয়ে করতে চান এবং শহিদ কাপুরকে মেরে ফেলতে চান।
advertisement
11/11
যেখানে ৩টি নাম উল্লেখ করেন করণ৷ রণবীর সিং, রণবীর কাপুর, শহিদ কাপুর৷ তখন তিনি বলেন যে রণবীর সিং-এর সঙ্গে তিনি অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চান। রণবীর কপূরকে বিয়ে করতে চান এবং শহিদ কাপুরকে মেরে ফেলতে চান।