Shefali Jariwala First Husband: এই বহুল জনপ্রিয় গায়কই ছিলেন শেফালি জরিওয়ালার প্রথম স্বামী... অভিযোগ ছিল শারীরিক নির্যাতনের! নাম শুনলে চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
শেফালি জারিওয়ালার প্রথম স্বামী ছিলেন 'মিট ব্রাদার্স'-এর গায়ক হরমিত সিং। তাঁদের দুজনের বিয়ে হয়েছিল ২০০৪ সালে। বিয়ের কয়েক বছর সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তারপর তাঁদের সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে। পরে বিষয়টি বিবাহবিচ্ছেদ পর্যন্ত গড়ায়। ছবি সৌজন্যে- রেডিট
advertisement
1/8

কাঁটালাগা গার্ল শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু গোটা দেশকে হতবাক ও স্তব্ধ করে দিয়েছে। প্রাথমিকভাবে দাবি করা হয়েছে ৪২ বছর বয়সে অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে মুম্বই পুলিশ এখন জানাচ্ছে শেফালিকে তার মুম্বইয়ের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
advertisement
2/8
শুক্রবার রাতে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মুম্বই পুলিশ রাত ১টায় এই বিষয়ে তথ্য পায়। রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে হার্ট অ্যাটাক বলা যাচ্ছে না।
advertisement
3/8
শেফালি জরিওয়ালা ২০০২ সালে বিয়ে করেন। তবে সেই দাম্পত্য সুখের হয়নি। স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন তিনি। এরপর পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-তে অংশগ্রহণ করেছিলেন।
advertisement
4/8
শেফালি জারিওয়ালার মৃত্যুর পর, মানুষ তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইছে। তাঁর স্বামী পরাগ ত্যাগীর সর্বশেষ ভিডিও এবং ছবি দেখে ভক্তরা অনুমান করছেন যে দুজনের মধ্যে কতটা ভালবাসা ছিল। কিন্তু আপনি কি জানেন যে পরাগ ছিলেন শেফালি জারিওয়ালার দ্বিতীয় স্বামী? তাঁর প্রথম স্বামী ছিলেন একজন সুপরিচিত গায়ক।
advertisement
5/8
শেফালি জারিওয়ালার প্রথম স্বামী ছিলেন 'মিট ব্রাদার্স'-এর গায়ক হরমিত সিং। তাঁদের দুজনের বিয়ে হয়েছিল ২০০৪ সালে। বিয়ের কয়েক বছর সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তারপর তাঁদের সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে। পরে বিষয়টি বিবাহবিচ্ছেদ পর্যন্ত গড়ায়। ছবি সৌজন্যে- রেডিট
advertisement
6/8
বিগবসের সবথেকে জনপ্রিয় সিজন ১৩-র প্রতিযোগী ছিলেন তিনি। তখন ফের লাইমলাইটে আসেন। ধারাবাহিক বা পর্দায় খুব বেশি দেখা না গেলেও তাঁর যাবতীয় ফেম তৈরি হয় কাঁটালাগার জন্যই।
advertisement
7/8
শেফালি জারিওয়ালার মৃত্যুতে বেশ কয়েকজন টেলিভিশন অভিনেতা তাঁদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন। হিমাংশী খুরানা, যিনি শেফালি জারিওয়ালার সঙ্গে বিগ বস ১৩তেও অংশ নিয়েছিলেন, তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রীর সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছেন।
advertisement
8/8
কামিয় পাঞ্জাবি, রশ্মি দেশাই, রাজীব আদিত্য এবং কিশ্বর মার্চেন্টও শেফালির মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।