TRENDING:

Who Is this Bollywood Actress: এক ছবিতে খ্যাতির চূড়ায়, পালিয়ে বিয়ে করে নিজের হাতেই ধ্বংস করেন কেরিয়ার, এখন কেঁদে ভাসান নায়িকা! কে বলুন তো? চেনেন তো নিশ্চয়ই

Last Updated:
Bollywood Gossip: এত কম বয়সে এবং কম সময় এমন ঘটনা কারও সঙ্গেই ঘটে না৷ কিন্তু তিনি ছিলেন খুবই ভাগ্যবতী৷ তবে নিজের হাতেই শেষ করেছিলেন নিজের অভিনয় জীবন৷
advertisement
1/9
এক ছবিতে খ্যাতির চূড়ায় নায়িকা,পালিয়ে বিয়ে করে শেষ কেরিয়ার,এখন কেঁদে ভাসান
একটা মাত্র ছবি বদলে দিয়েছিল তাঁর জীবন৷ রাতারাতি বলিউড স্টার হয়েছিলেন নায়িকা৷ এত কম বয়সে এবং কম সময় এমন ঘটনা কারও সঙ্গেই ঘটে না৷ কিন্তু তিনি ছিলেন খুবই ভাগ্যবতী৷ তবে নিজের হাতেই শেষ করেছিলেন নিজের অভিনয় জীবন৷
advertisement
2/9
এই নায়িকাকে আপনি চেনেন না এমন নয়৷ নাম শুনলেই বুঝবেন কার কথা বলা হচ্ছে৷ একটু ভাবুন তো নামটা!
advertisement
3/9
তিনি ছিলেন সলমনের নায়িকা৷ ম্যানে পেয়ার কিয়া ছবির জনপ্রিয়তা তাঁকে এক রাতেই সুপারস্টার বানিয়ে দেয়৷ তিনি ভাগশ্রী৷ নামেই লুকিয়ে রয়েছে ভাগ্যের হাতছানি৷ তবে সেই ভাগ্যই আবার তাঁর থেকে কেড়ে নেন সবকিছু৷
advertisement
4/9
ম্যানে পেয়ার কিয়ার সময় লুকিয়ে, পালিয়ে বিয়ে করেন ভাগ্যশ্রী৷ স্বামীর নাম হিমালয়া দাসানি৷ পেশায় ব্যবসায়ী৷ তবে সেই বিয়ে করে পরে কেঁদে ভাসান ভাগ্যশ্রী৷
advertisement
5/9
তিনি বলেন যে সেই সময় তিনি বাবা-মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন বটে কারণ তিনি মনে করেছিলেন একমাত্র হিমালয়ে তাঁকে বেশি ভালবাসে৷
advertisement
6/9
১৯৮৭ এ নিজের অভিনয় জীবন শুরু করেন ভাগ্যশ্রী৷ তারপর ১৯৮৯-এ একটি ছবিতে বদলে যায় তাঁর জীবন৷
advertisement
7/9
কিন্তু এরপর তিনি বিয়ে করেন এবং একের পর এক ছবির অফার ছাড়তে থাকেন৷
advertisement
8/9
কারণ তিনি প্রযোজকদের বলেন যে তাঁর ছবিতে তাঁর স্বামীকেও রাখতে হবে৷ সেই অনুরোধ কেউ রাখেননি৷ ফলে তাঁর সিনেমাও করা হয়নি৷
advertisement
9/9
অনেক বছর পর, রিয়ালিটি শো স্মার্ট জোড়িতে হিমালয়ের সঙ্গে ভাগশ্রীকে দেখা যায়৷ এরপর আবার কয়েকটি ছবিতেও অভিনয় করেন তিনি৷ কিন্তু তা খুব বেশি উল্লেখযোগ্য নয়৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Who Is this Bollywood Actress: এক ছবিতে খ্যাতির চূড়ায়, পালিয়ে বিয়ে করে নিজের হাতেই ধ্বংস করেন কেরিয়ার, এখন কেঁদে ভাসান নায়িকা! কে বলুন তো? চেনেন তো নিশ্চয়ই
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল