TRENDING:

Bollywood Gossip: ১৬ বছরে 'সুপারস্টার'কে বিয়ে, ১৭-তেই মাতৃত্ব...! ২৫ বছরে বিচ্ছেদ! বলিউড চেনে 'লেডি সুপারস্টার' হিসেবে! কে বলুন তো?

Last Updated:
Bollywood Gossip: মাত্র ১৬ বছর বয়সে বিয়ে...! ১৭ বছর বয়সে মা হন...! ২৫ বছর বয়সে বিবাহবিচ্ছেদ...! ১৪ বছর বয়সে বিখ্যাত হয়ে ওঠেন, বলিউডের পরিচিতি পান 'লেডি সুপারস্টার' হিসেবে।
advertisement
1/6
১৬ বছরে সুপারস্টারকে বিয়ে, ১৭-তেই মাতৃত্ব! ২৫ বছরে বিচ্ছেদ! ইনি বলিউডের 'লেডি সুপারস্টার'
*মাত্র ১৬ বছর বয়সে বিয়ে...! ১৭ বছর বয়সে মা হন...! ২৫ বছর বয়সে বিবাহবিচ্ছেদ...! ১৪ বছর বয়সে বিখ্যাত হয়ে ওঠেন, বলিউডের পরিচিতি পান 'লেডি সুপারস্টার' হিসেবে। 'ববি' ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি কে চিনতে পারছেন? সংগৃহীত ছবি।
advertisement
2/6
*প্রথমে, সিনেমায় একজন অভিনেত্রীর জন্য বিয়ে এবং সন্তানদের বড় সমস্যা হিসেবে বিবেচনা করা হত। কিন্তু বছর গড়ানোর সঙ্গে সঙ্গে এই 'স্টেরিওটাইপ' ভেঙে যায়। আজ, অভিনেত্রীরা প্রকাশ্যে ঘোষণা করেন তাঁরা সন্তানসম্ভবা, সন্তান ভূমিষ্ঠ হলে তা প্রকাশ্যে নিয়ে আসে। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*নব্বইয়ের দশকে, একজন অভিনেত্রী খুব তাড়াতাড়ি বিয়ে করেছিলেন। অভিনয় জগতে শীর্ষে পৌঁছনোর আগেই তিনি মা হন। এরপর বিচ্ছেদ হয়ে যায়। তারপরই তাঁর জীবন অন্যদিকে মোড় নেয়। আপনি কি জানেন তিনি কে? তিনি বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*রাজ কাপুরের 'ববি' ছবিটি তাঁকে অভিনেতা হিসেবে খ্যাতি এনে দেয়। ডিম্পল কাপাডিয়ার এই ছবির মাধ্যমে অভিষেক। সেই সময়ে, ডিম্পল কাপাডিয়া বিখ্যাত অভিনেতা রাজেশ কুমারের প্রেমে পড়েন এবং বিয়ে করে চলচ্চিত্র জগৎ ছেড়ে দেন। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*সেই বিয়ে যদিও বেশিদিন স্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যে ডিম্পল তাঁর স্বামীর থেকে আলাদা হয়ে যান। রাজেশ খান্নার ক্যানসার ধরা পড়ে। এমনকি তাঁর শেষ সময়েও তিনি তার স্ত্রীকে পাশে পাননি। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*ডিম্পল কাপাডিয়া ১৬ বছর বয়সে বিয়ে করেন এবং ১৭ বছর বয়সে টুইঙ্কল খান্নার জন্ম হয়। বিবাহ-বিচ্ছেদের পর, তিনি তার দ্বিতীয় ইনিংস শুরু করেন। এরপর, তিনি সিনেমার শীর্ষে পৌঁছেছেন এবং আজও অভিনয় করছেন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: ১৬ বছরে 'সুপারস্টার'কে বিয়ে, ১৭-তেই মাতৃত্ব...! ২৫ বছরে বিচ্ছেদ! বলিউড চেনে 'লেডি সুপারস্টার' হিসেবে! কে বলুন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল