The Kapil Sharma Show: কপিল থেকে অর্চনা, কপিল শর্মা শো-তে প্রতি এপিসোডে কে কত রোজগার করেন জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
একেকটা এপিসোডে অভিনয় করতে কে কত টাকা রোজগার করেন জানেন? (The Kapil Sharma Show)
advertisement
1/8

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show)। অনেকের তো রাতে খাবার হজম হয় না কপিল শর্মার শো না দেখলে (The Kapil Sharma Show)। এই মুহূর্তে শো-এ তৃতীয় সিজন চলছে। শো-এর সঞ্চালক কপিল শর্মা। রয়েছেন অর্চনা পূরণ সিং, কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক, সুমনা চক্রবর্তী, চন্দন প্রভাকর, ভারতী সিং। একেকটা এপিসোডে অভিনয় করতে কে কত টাকা রোজগার করেন জানেন? (The Kapil Sharma Show)
advertisement
2/8
কপিল শর্মা-- বলিউড সূত্রে খবর, কপিল প্রতি এপিসোডের জন্য ৫০ লক্ষ টাকা পান।
advertisement
3/8
কিকু শারদা-- তিনটি সিজনেই দেখা যায় কিকু শারদাকে। জানা গিয়েছে, কিকু প্রতি এপিসোডের জন্য ৫ থেকে ৭ লক্ষ টাকা পান।
advertisement
4/8
ভারতী সিং-- বলিউড সূত্রে খবর, ভারতী সিং প্রতি এপিসোডের জন্য ১০-১২ লক্ষ টাকা পান।
advertisement
5/8
ক্রুষ্ণা অভিষেক-- ক্রুষ্ণাও জানা যায়, প্রতি এপিসোডের জন্য ১০-১২ লক্ষ টাকা পান।
advertisement
6/8
চন্দন প্রভাকর-- শো-এর জনপ্রিয় চন্দু চায়ওয়ালা। জানা গিয়েছে, চন্দন প্রভাকর প্রতি এপিসোডের জন্য পান ৭ লক্ষ টাকা।
advertisement
7/8
অর্চনা পূরণ সিং-- প্রতি এপিসোডে অর্চনা পূরণ সিং পান ১০ লক্ষ টাকা, এমনই সূত্রের দাবি।
advertisement
8/8
সুমনা চক্রবর্তী-- সূত্রের খবর, তৃতীয় সিজনে সুমনা চক্রবর্তী প্রতি এপিসোডের জন্য পান ৭ লক্ষ টাকা।