Miss India Tripura Death: মর্মান্তিক মৃত্যু! মাত্র ২৮-এ থামল পথচলা, প্রয়াত ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’, গ্ল্যামারের ছটা থেকে ঝুপ করে আঁধারে...
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Miss India Tripura Death: প্রাক্তন মিস ইন্ডিয়া ত্রিপুরা ২০২২ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল বটে, তাও মারণরোগ তাঁর ফুসফুস এবং মস্তিষ্কে ছড়িয়ে পড়ে।
advertisement
1/10

মাত্র ২৮। চলে গেলেন ত্রিপুরার জাতীয় তারকা। ২০১৭ সালে ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’র মুকুট জিতেছিলেন, ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত রিঙ্কি চাকমা। গত দুই বছর ধরে স্তনের ক্যানসারে ভুগছিলেন তিনি।
advertisement
2/10
গত ২০২২ সালে গ্ল্যামার দুনিয়া থেকে হঠাৎই আঁধার নেমে আসে রিঙ্কির জীবনে। এরই মধ্যে গত ২২ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটে, তিনি চলে যান।
advertisement
3/10
প্রাক্তন মিস ইন্ডিয়া ত্রিপুরা ২০২২ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল বটে, তাও মারণরোগ তাঁর ফুসফুস এবং মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। টিউমার তৈরি হয় মাথায়। সেই সময়ে হাসপাতাল থেকে ছবিও পোস্ট করেছিলেন মডেল।
advertisement
4/10
২২ ফেব্রুয়ারি রিঙ্কিকে আইসিইউতে ভর্তি করানো হয়। তখনই সঙ্কটজনক ছিলেন তিনি। ফুসফুস প্রায় কাজই করছিল না। ভেন্টিলেটর সাপোর্টে রেখেও তাই স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়েছিল।
advertisement
5/10
গত মাসে রিঙ্কি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথমবার তাঁর রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিলেন ভক্তদের। জানিয়েছিলেন, প্রথমবার অস্ত্রোপচারের পর ফুসফুসে-মস্তিষ্কে ক্যানসার ছড়িয়ে পড়ে চারদিকে।
advertisement
6/10
মস্তিষ্কের অস্ত্রোপচার তখনও মুলতুবি ছিল বলে জানিয়েছিলেন। তাঁর শরীরে ডানদিকে, ফুসফুস পর্যন্ত ক্যানসার ছড়িয়ে পড়েছিল। অস্ত্রোপচার কেবল তখনই সম্ভব ছিল, যদি প্রথম কেমোথেরাপিতে খানিক সুস্থ হয়ে যেতেন। যার আশা ছিল মাত্র ৩০ শতাংশ।
advertisement
7/10
এই লেখার সঙ্গে যেই ছবিটি তিনি পোস্ট করেছিলেন, তাতে তাঁর মুখ স্পষ্ট না হলেও বোঝা যাচ্ছে, কেমোথেরাপির ফলে মাথার চুল পড়ে গিয়েছে। আর বৃহৎ আকৃতির ব্রেন টিউমার দেখা যাচ্ছে মাথার পিছনে।
advertisement
8/10
এই কয়েক বছর ধরে তাঁর চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হয়েছে রিঙ্কির পরিবারকে। সে কথাও তিনি উল্লেখ করেছেন পোস্টে। তিনি যে অনুদানের সাহায্যে এতটা দূর এগিয়েছেন, তাও জানান রিঙ্কি।
advertisement
9/10
তাঁর আরোগ্য কামনা করার জন্য সকলকে অনুরোধ করেন রিঙ্কি। তখনও আশা রেখেছিলেন, হয়তো তিনি লড়াই করে জিতে যাবেন। কিন্তু শেষরক্ষা হল না। জীবনের প্রথম অধ্যায়েই ইতি টেনে দিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া ত্রিপুরা।
advertisement
10/10
রিঙ্কির মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা দেশের তারকা মহল। সেলিনা জেটলি থেকে শুরু করে নেহা ধুপিয়া, শোকাবার্তা জ্ঞাপন করেন সোশ্যাল মিডিয়ায়। কেবল উত্তর ভারত না, মাত্র ২৮ বছর বয়সে গোটা দুনিয়ার সঙ্গে নিজের প্রতিভার পরিচয় ঘটাতে সক্ষম হয়েছিলেন রিঙ্কি।