Mia Khalifa Car Collection: মিয়া খলিফা আগেই বহু মানুষের রাতের ঘুম কেড়েছেন, তাঁর গাড়ির কালেকশন দেখলে এক্কেবারে মাথা ঘুরে যাবে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Mia Khalifa Car Collection: মিয়া খলিফা আগেই বাজার গরম করেছেন তাঁর গাড়ির সংগ্রহ দেখলেই মাথা ঘুরে যাবে ৷
advertisement
1/9

সারা পৃথিবী জুড়ে অত্যন্ত চর্চিত নাম মিঞাঁ খলিফা ৷ পোশাক পরিচ্ছদ থেকে স্টাইল স্টেটমেন্ট সমস্ত কিছুতেই মিঞাঁ খলিফা একটু ব্যতিক্রমী ৷ এমনকী তাঁর গাড়ির সম্ভার দেখলেও কপালে উঠবে চোখ ৷ ফাইল ছবি ৷
advertisement
2/9
একনজরে দেখে নেওয়া যাক মিয়া খলিফার সম্ভারে ঠিক কোন কোন কার আছে? ফাইল ছবি ৷
advertisement
3/9
মিয়া খলিফার কাছে Lexus ES কার আছে যার ভারতের বাজার মূল্য শুরু হয়েছে ৫৯,৫০,০০০ টাকা থেকে ৬৫,৬০,০০০ টাকা পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
Lexus ES ২.৫ লিটারের চার সিলিন্ডার ইঞ্জিন আছে ৷ 160 kW পাওয়ার 202 NM পর্যন্ত জেলারেট করতে পারে ৷ এই গাড়ির সর্বাধিক গতিবেগ ঘণ্টায় ১৮০ মাইল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
মিয়া খলিফার সংগ্রহে আছে BMW M4 ভারতে যার বাজার মূল্য ১৪,৩৯০,০০০ টাকা যেখানে ইনলাইন ৩.০ লিটারের ৬ সিলিন্ডার এমপাওয়ার পেট্রোল ইঞ্জিন আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
375 kW ও 650 এম টার্ক জেনারেট করতে পারে পাওয়ার, এই গাড়ির টপ স্পিড ২৫০ মাইল প্রতি ঘণ্টা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
Jeep Wrangler এই গাড়িও আছে মিয়া খলিফার সম্ভারে আছে ৷ ভারতীয় বাজারে যার মূল্য ৫৭.৮৫ থেকে ৬১.৮৫ লক্ষ টাকার মধ্যে ৷ ২.০ লিটারের ৪ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন আছে ৷ যা 268PS/400Nm আউটপুট দেয় ৷ এই গাড়ির সর্বাধিক গতিবেগ ১৮০ কিমি প্রতি ঘণ্টায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
Ferrari F12 Berlinetta এই গাড়িটির দাম ৪ কোটি টাকারও বেশি ৷ এই গাড়িতে ৬.২ লিটারের সুপার চার্ড V12 ইঞ্জিন আছে যা 730.9bhp ও 690Nm জেনারেট করে ৷ এই গাড়ির টপ স্পিড ৩৪০ মাইল প্রতি ঘণ্টায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
মিয়া খলিফার কাছে Audi R8 Spyder ভারতে Audi R8-এর দাম ২ কোটি টাকার থেকে বেশি হবে ৷ যদি ভারতে এই মডেল এই মুহূর্তে বিক্রি হচ্ছেনা ৷ যাতে ৫.০ লিটার V10 পেট্রোল ইঞ্জিন আছে ৷ এই গাড়ির সর্বাধিক গতিবেগ ৩৩০ কিমি প্রতি ঘণ্টায় ৷ প্রতীকী ছবি ৷