advertisement
1/6

বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত ড্রয়িংরুমে এই কন্যেদের রাজ চলে ৷ তাঁরা বাংলার তামাম ধারাবাহিক-প্রেমীদের এরাই সঙ্গী ৷ যে ধারাবাহিকের জন্য তাঁদের এত জনপ্রিয়তা , সেই ধারাবাহিকের সম্প্রচারই বন্ধ ৷ এ নিয়ে কী বলছেন টেলি-কুইনরা ? ছবি: নিউজ এইটিন ৷
advertisement
2/6
ঐন্দ্রিলা সেন: মারাত্মক খারাপ লাগছে ৷ আমি চাইছি যত দ্রুত সম্ভব আবার সব কিছু ঠিক হয়ে যাক ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
3/6
শ্রীপর্ণা রায়: কাজের বাইরে রয়েছি ৷ তাই মনটা বড্ড খারাপ ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
4/6
মিশমি দাস: আমি বড্ড ওয়ার্কোহলিক ৷ কাজ করতেই ভালবাসি ৷ কাজটা বন্ধ রয়েছে তাই খারাপ লাগছে ভীষণ ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
5/6
দিতিপ্রিয়া রায়: এত কষ্ট করে যে জায়গাটা তৈরি করেছি আমরা ৷ আবার প্রথম থেকে শুরু করতে কার আর ভাল লাগে! ছবি: ফেসবুক ৷
advertisement
6/6
তিয়াশা রায়: আমাদের ধারাবাহিক টিআরপি’র বিচারে এক নম্বরে ৷ দর্শকদের ভালোবাসাতেই সেই জায়গায় এসেছি আমরা ৷ আর তার পরেই এল বাজে খবরটা ৷ শুটিং বন্ধ হল ৷ সবার মনটা খুব খারাপ ৷ যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শুরু হোক ৷ ছবি: ফেসবুক ৷ অনুলিখন: অমৃত হালদার ৷