বিয়ের একবছর! বিবাহবার্ষিকীতে 'আদরের ছোঁয়াছুঁয়ি' টেলি নায়িকার , প্রেমে মজলেন স্বামীর সঙ্গে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
চিরদিনি তুমি যে আমার গানের সঙ্গে নাচলেন মল্লিকা-সৌমেন
advertisement
1/6

•দেখতে দেখতেই কেটে গেল ১ বছর৷ গত বছর ১৪ ফেব্রুয়ারি পরিচালক সৌমেন হালদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী মল্লিকা মজুমদার৷
advertisement
2/6
•টলিউডে এখন বিয়ের মরসুম চলছে৷ সব বিয়েতেই আয়োজন থাকছে প্রচুর৷ একেবারে সাড়া ফেলে বিয়ে করছেন টেলি তারকারা৷ তবে মল্লিকা-সৌমেনের ক্ষেত্রে তা একেবারেই নয়৷ বিয়েও করেছিলেন তাঁরা খুবই অনাড়ম্বরে৷ তেমনই হল প্রথম বিবাহবার্ষিকী উদযাপন৷
advertisement
3/6
•শুধুমাত্র কাছের বন্ধুবান্ধবই উপস্থিত ছিলেন তাঁদের এই অনুষ্ঠানে৷
advertisement
4/6
•একই দিনে ছিল ভ্যালেন্টাইনস ডে৷ তাই পুরো ব্যাপারটাই ছিল প্রেমে গদগদ! পোশাকে তারকা দম্পতি বেছে নিলেন গোলাপী রং৷ এটাই তাঁদের প্রেমের রং৷
advertisement
5/6
•অভিনেত্রী মল্লিকা বরাবরই খুব অন্যরকম৷ অভিনয় হোক বা মেকআপ, সবেতেই নিজস্বতা বজায় রাখেন তিনি৷ এমনকী বিয়ের সাজও ছিল একেবারে হাটকে৷ তাই তো লাল নয়, প্রেম উদযাপনে গোলাপীই তাঁর পছন্দ৷
advertisement
6/6
•তাঁর এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন অভিনেত্রী গীতশ্রী রায়, উশষী রায় আরও অনেকে৷