Adrija Roy Engagement: বিয়ের মরশুমে এনগেজমেন্ট সারলেন বাঙালি অভিনেত্রী অদ্রিজা রায়, মুম্বইয়ে হল আংটি বদল, পাত্র কিন্তু বাঙালি নন, কে? চিনুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অদ্রিতা বাংলা সিরিয়াল জগতের চেনা মুখ৷ তবে এখন তিনি কাজের সূত্রে মুম্বইতে থাকেন৷ জনপ্রিয় হিন্দি ধারাবাহিক অনুপমা-তে তিনি অভিনয় করছেন৷ হিন্দি সিরিয়াল জগতে তৈরি হয়েছে তাঁর পরিচিতি৷ ফলে মুম্বইতেই হল তাঁর আংটি বদল৷
advertisement
1/7

বিয়ের মরশুম, একের পর এক চেনা অভিনেতা-অভিনেত্রীরা সারছেন বিয়ে৷ মধুমিতা থেকে বিশ্বাবসুর বিয়ের করেছেন ক’দিন আগেই৷ এবার সারপ্রাইজ দিলেন অভিনেত্রী অদ্রিজা রায়৷ তিনি সেরে ফেললেন তাঁর এনগেজমেন্ট৷ তবে কলকাতায় নয়, মুম্বইতে৷
advertisement
2/7
অদ্রিতা বাংলা সিরিয়াল জগতের চেনা মুখ৷ তবে এখন তিনি কাজের সূত্রে মুম্বইতে থাকেন৷ জনপ্রিয় হিন্দি ধারাবাহিক অনুপমা-তে তিনি অভিনয় করছেন৷ হিন্দি সিরিয়াল জগতে তৈরি হয়েছে তাঁর পরিচিতি৷ ফলে মুম্বইতেই হল তাঁর আংটি বদল৷
advertisement
3/7
বাঙালি মেয়ে অদ্রিজা সেজেছিলেন দক্ষিণী সাজে৷ পরেছিলেন রানি রঙের কাঞ্জিভরম সিল্ক৷ সঙ্গে মানাসই গয়না যার মধ্যে দাক্ষিণাত্যের ছাপ স্পষ্ট৷ খোপা মোড়া ছিল সাদা ফুলে৷
advertisement
4/7
এবার আসা যাক পাত্রের কথায়৷ তাঁর পরিচয় জানার আগে ছেলের সাজ ছিল কেমন, দেখুন৷ তিনি পরেছিলেন সাদা মুন্ডু (সাদা রঙ সোনালী পাড়ের দক্ষিণী লুঙ্গি) এবং নীল রঙের পাঞ্জাবি৷
advertisement
5/7
অদ্রিজার হবু বরের নাম বিগ্নেশ৷ তিনি দক্ষিণী৷ বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন৷ তাঁদের আলাপ এক বন্ধুর পার্টিতে৷ এরপর ইনস্টাগ্রামে এগোয় তাঁদের গল্প৷ সেখান থেকেই ধীরে ধীরে সম্পর্ক এগোন দু’জনে৷
advertisement
6/7
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অদ্রিজা লেখেন, যাকে ভালবেসে ছিলাম এবং চেয়েছিলাম, একটা সাধারণ হ্যালো দিয়ে শুরু হওয়া গল্প থেকে পবিত্র সম্পর্ক... নতুন জীবন শুরু করছি, আমি তোমায় ভালবাসি বিগ্নেশ৷ পাত্রের নাম বিগ্নেশ রাজজু আইয়ার৷ তিনি দক্ষিণের ছেলে৷
advertisement
7/7
অদ্রিজা-বিগ্নেশের বিয়ে হবে ২ বছরের পরে৷ সেই বিয়েতে বাঙালি এবং দাক্ষিণাত্যের মিশেল ধরা পড়বে৷ আপাতত সেই দিনের অপেক্ষায় থাকবেন অদ্রিজার ভক্তরা৷