Tabu Love Story: জীবনে এসেছে প্রেম... সুপারস্টারের সঙ্গে ১০ বছর লিভ ইন, কিন্তু বিয়ে করেননি টাবু! কারণটা নিজেই জানালেন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Why Actress Tabu is not Married Yet: নায়িকার প্রেমে কেউ কোনও দিন পড়েননি, তাও কী সম্ভব! না কি এটা হতে পারে যে টাবু কোনও দিন ভালবাসার উপযুক্ত পুরুষ খুঁজে পেলেন না!
advertisement
1/7

কানাঘুষোয় শোনা যায়, এখনও না কি সম্পর্কটা আছে! একসঙ্গে না থাকলেও নিজেদের মধ্যে যোগাযোগ ঠিকই রেখেছেন তাঁরা! ব্যাপারটা একেবারেই যাকে বলে রেখা আর অমিতাভ বচ্চনের মতো।
advertisement
2/7
তফাতের মধ্যে, এখানে পুরুষটি দক্ষিণী, নারী উত্তরের। প্রসঙ্গ উঠেছে টাবুর। ৫১ বছরে এসেও তাঁকে দেখলে তরুণহৃদয়ের রক্ত চলকে ওঠে। অপরূপা তিনি, মার্জিতস্বভাবা, বুদ্ধিমতী। এ হেন নায়িকার প্রেমে কেউ কোনও দিন পড়েননি, তাও কী সম্ভব!
advertisement
3/7
না কি এটা হতে পারে যে টাবু কোনও দিন ভালবাসার উপযুক্ত পুরুষ খুঁজে পেলেন না! দুটোর কোনওটাই নয়। টাবুকে নিয়ে সঞ্জয় কাপুরের নাম জড়িয়ে জলঘোলা হয়েছে এক সময়ে। কালের পথ পেরিয়ে এসে অনেকেই বলে থাকেন, এটা গুজব ছাড়া আর কিছুই ছিল না। সেই দিক দিয়ে দেখলে বরং টাবুর সঙ্গে অজয় দেবগনের সম্পর্ক অনেক পোক্ত।
advertisement
4/7
কথাটা নায়িকা অস্বীকারও করেননি। বরং, ২০১৭ সালে মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন নায়িকা- অজয় দেবগনের জন্য আজ পর্যন্ত তাঁর বিয়ে হল না! অজয় আসলে টাবুর তুতো ভাই সমীর আর্যর ছোটবেলার বন্ধু, সেই সূত্রে টাবুও ছোটবেলা থেকেই চেনে অজয়কে।
advertisement
5/7
পাশাপাশি, যে ছেলেরা সেই বয়স থেকেই টাবুকে পছন্দ করতেন, তাঁদেরও চিনে রাখতেন অজয় আর সমীর, টাবুর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেই না কি মারধর করে আসতেন।
advertisement
6/7
এরকম হওয়ার ফলেই না কি কেউ আর এখন টাবুর কাছে ঘেঁষার সাহস পান না! এটা রসিকতা। তবে দক্ষিণের এক সুপারস্টারের সঙ্গে কিন্তু ১০ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন টাবু। তিনি আকিনেনি নাগার্জুন।
advertisement
7/7
বিবাহিত নায়কের ভালবাসা ছাড়া আর কিছুই দেওয়ার ছিল না টাবুকে, তাই একসময়ে তাঁরা আলাদা হয়ে যান। তবে ভালবাসা এখনও আছে, এখনও যে আর কাউকেই বিয়ের কথা ভাবতেও পারেন না টাবু!