Tara Sutaria:কখনও বিকিনি, কখনও ব্লেজার...বোমা ফাটাচ্ছেন গান ও ব্যালেতে পারদর্শী নায়িকা তারা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বহু ছবিতে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে গান গেয়েছেন। ‘তারে জমিন পর’, ‘গুজারিশ’-এর মতো হিন্দি ছবিতেও গান গেয়েছেন তারা।
advertisement
1/6

সাদা-কালো কম্বিনেশনের পোশাকে সুপার স্টাইলিশ তারা সুতারিয়া। তারা বহুদিন ধরেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। অভিনয় করেছেন। গান ও ব্যালেতেও পারদর্শী
advertisement
2/6
তারা ইংল্যান্ড থেকে ক্লাসিকাল ব্যালে, মডার্ন ডান্স ও লাতিন আমেরিকার নাচের তালিম নিয়েছেন।
advertisement
3/6
২০১০-এ ডিজনি চ্যানেলের ভিডিও জকি হিসেবে কেরিয়ার শুরু করেন তারা
advertisement
4/6
বহু ছবিতে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে গান গেয়েছেন। ‘তারে জমিন পর’, ‘গুজারিশ’-এর মতো হিন্দি ছবিতেও গান গেয়েছেন তারা।
advertisement
5/6
টেলিভিশনে ‘এন্টারটেনমেন্ট কে লিয়ে কুছ ভি করেগা’, ‘ওয়ে জসসি’, ‘বিগ বড়া বুম’-এ কাজ করেছেন তারা।
advertisement
6/6
সমুদ্রতটে খয়েরি পোলকা ডট-এর বিকিনিতে তারা সুতারিয়া