TRENDING:

Munmun Dutta Salary: প্রতি এপিসোডে এত টাকা! সিরিয়াল থেকেই কোটিপতি? বাঙালি নায়িকা মুনমুনের সম্পত্তির পরিমাণ শুনলে মাথা ঘুরে যাবে!

Last Updated:
Munmun Dutta Salary Per Episode: সেই সিরিয়ালে কাজ করে কত টাকা রোজগার করেন ৩৬ বছরের মুনমুন? ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র সর্বাধিক বেতনপ্রাপ্ত অভিনেত্রীদের একজন মুম্বইয়ের বাঙালিনী।
advertisement
1/8
প্রতি এপিসোডে এত টাকা! সিরিয়াল থেকেই কোটিপতি, বঙ্গনায়িকার সম্পত্তির পরিমাণ জানুন
Munmun Dutta Property: হলদিয়ার কন্যে মুনমুন দত্ত। হিন্দি সিরিয়ালের জগতে ববিতা কৃষ্ণন আইয়ার নামে তুমুল জনপ্রিয়। মুম্বইয়ের উচ্চ প্রশংসিত এই নায়িকা যে বাঙালি, তা কি জানতেন?
advertisement
2/8
Munmun Dutta Property: ১৯৮৭ সালে হলদিয়ায় সঙ্গীতপ্রিয় পরিবারে জন্ম তাঁর। কলকাতাতেই ইংরেজি ভাষায় স্নাতকোত্তর তিনি। ছোটবেলায় ‘আকাশবাণী’ এবং ‘দূরদর্শন’-এ গানের অনুষ্ঠানে অংশ নিতেন। ২০০৪ সালে জি টিভি-তে ‘হম সব বারাতি’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি।
advertisement
3/8
Munmun Dutta Property: এমনকি কমল হাসানের ছবি ‘মুম্বই এক্সপ্রেস’-এ কাজ করেছিলেন মুনমুন। এ ছাড়া ২০০৬ সালের ‘হলিডে’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। তবে হিন্দি টেলিভিশনের জগতেই বেশি পরিচিত মুনমুন। আর তার অন্যতম কারণ তারক মেহতা কা উল্টা চশমা’।
advertisement
4/8
Munmun Dutta Property: সেই সিরিয়ালে কাজ করে কত টাকা রোজগার করেন মুনমুন ওরফে ববিতা? ৩৬ বছরের মুনমুনের ইনস্টাগ্রামে ৮.১ মিলিয়ন ফলোয়ার রয়েছে। বর্তমানে ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র সর্বাধিক বেতনপ্রাপ্ত অভিনেত্রীদের একজন মুম্বইয়ের বাঙালিনী।
advertisement
5/8
Munmun Dutta Property: এই সিরিয়ালে অভিনয়ের জন্য প্রতি পর্বে ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত বেতন পান। এছাড়াও তিনি অসংখ্য ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন। বিজ্ঞাপনেও অভিনয় করতে দেখা যায় মুনমুনকে। সব মিলিয়ে কোটি কোটি টাকার সম্পত্তির অধিকারী তিনি।
advertisement
6/8
Munmun Dutta Property: ২০২১ সালে মুনমুনের মোট সম্পত্তি ছিল প্রায় ২৯ কোটি টাকা। কিন্তু দুই বছরের মধ্যে ২০২৩ সালের মধ্যে এই অঙ্কটি দাঁড়ায় ৪০ কোটি টাকায়। অভিনেত্রী প্রাথমিকভাবে তাঁর টেলিভিশন সিরিয়াল, ব্র্যান্ড কোল্যাবোরেশন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোজগার করেন।
advertisement
7/8
Munmun Dutta Property: মুনমুন দত্ত লাখ টাকার দু’টি গাড়ির মালিক। প্রথমটি হল একটি টয়োটা ইনোভা, যার দাম ১৭ লক্ষ টাকা, আর দ্বিতীয়টি হল ১০ লক্ষ টাকা মূল্যের একটি মারুতি সুজুকি স্যুইফট ডিজায়ার।
advertisement
8/8
Munmun Dutta Property: মাসখানেক আগে ব্যক্তিগত কারণে শিরোনাম দখল করেছিলেন মুনমুন। কানাঘুষো শোনা গিয়েছিল, একই সিরিয়ালের প্রাক্তন সহ-অভিনেতা রাজ আনাদকাতের সঙ্গে তাঁর বাগদান হয়ে গিয়েছে। যদিও পরে দু’জনেই বিবৃতি জারি করে এই গুঞ্জনকে অস্বীকার করেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Munmun Dutta Salary: প্রতি এপিসোডে এত টাকা! সিরিয়াল থেকেই কোটিপতি? বাঙালি নায়িকা মুনমুনের সম্পত্তির পরিমাণ শুনলে মাথা ঘুরে যাবে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল