‘সঠিক জায়গায় ব্যবহার করুন আঙুল’, ভোট বাজারে স্বরা ভাস্করকে নিয়ে ট্রোল
Last Updated:
advertisement
1/5

ভোটের বাজারে ফের ট্রোলড হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ ‘বিরে দি ওয়েডিং’ ছবিতে হস্তমৈথুনের দৃশ্য ফের উঠে এল ভোটের প্রচারে ৷ ভোটের লাইনে দাঁড়িয়ে বহু মানুষ প্ল্যাকার্ড হাতে তুললেন ৷ প্ল্যাকার্ডে লেখা, ‘স্বরা ভাস্কর হবেন না ৷ আঙুল সঠিক জায়গায় ব্যবহার করুন ৷’
advertisement
2/5
গোটা কাণ্ডটি চোখে পড়েছে স্বরা ভাস্করের ৷ আর তা দেখে ট্যুইটও করেছেন স্বরা ৷
advertisement
3/5
ট্যুইট করে স্বরা লিখলেন, ‘দারুণ লাগছে দেখে ৷ এই ভোটের বাজারেও আমার কথা সবাই মন রেখেছে ৷ এই গরমে লাইনে দাঁড়িয়ে আমাকেই জনপ্রিয় করছেন সবাই ৷’
advertisement
4/5
বিরে দি ওয়েডিং ছবিতে হস্তমৈথুন করতে দেখা গিয়েছিল স্বরাকে ৷ সেই দৃশ্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল ৷ সোশ্যাল নেটওয়ার্কে ট্রোলড হয়েছিলেন স্বরা ৷
advertisement
5/5
তবে প্রথম থেকেই স্বরা গোটা বিতর্ক নিয়ে সরব ৷ কিছুতেই পিছপা হননি ৷ এবারও স্বরার গলায় প্রতিবাদই নজরে এল ৷