TRENDING:

Swara Bhasker Baby Girl: বিয়ের আট মাসেই মা হলেন স্বরা, সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদের কোলে কন্যাসন্তান, নাম কী রাখা হল

Last Updated:
Swara Bhasker Baby Girl: সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে অরাজকীয় সেই বিয়ের পাঁচ মাস পরেই অস্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন নায়িকা।
advertisement
1/6
বিয়ের ৮ মাসে মা হলেন স্বরা, রাজনৈতিক নেতা ফাহাদের কোলে কন্যা, নাম কী রাখা হল
৬ জানুয়ারি কোর্ট ম্যারেজ সারেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে অরাজকীয় সেই বিয়ের পাঁচ মাস পরেই অস্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন নায়িকা।
advertisement
2/6
আর আজ খবর দিলেন, তাঁর কোল আলো করে এসেছে কন্যাসন্তান। ফুটফুটে সদ্যোজাতর মুখ ঢেকে একাধিক ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
3/6
মেয়ের নাম রেখেছেন রাবিয়া। কন্যার নামপ্রকাশ করে স্বরা জানালেন, তিনি মা হয়েছেন গত শনিবার, ২৩ সেপ্টেম্বর। ইনস্টাগ্রামে লিখলেন, ‘একদম নতুন এক জগৎ যেন।’
advertisement
4/6
জুন মাসে প্রথমবার বেবি বাম্পের ছবি পোস্ট করে সুখবর দিয়েছিলেন স্বরা। বন্ধুদের শুভেচ্ছাবার্তার পাশাপাশি ধেয়ে এসেছিল কটাক্ষও। বিয়ের খুব সময়ের মধ্যেই স্বরার অন্তঃসত্ত্বা হয়ে পড়া নিয়ে চলেছিল ট্রোল।
advertisement
5/6
কেউ কেউ আবার প্রশ্ন করছেন, বিয়ের আগেই কি তবে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন স্বরা? সেই কারণেই সাত তাড়াতাড়ি বিয়ে করে বসেন স্বরা?
advertisement
6/6
তবে এখন সেই সমস্ত নেতিবাচকতাকে দূরে ঠেলে মাতৃত্বকে আলিঙ্গন করলেন অভিনেত্রী। ফাহাদ এবং রাবিয়ার সঙ্গে নতুন জীবনে পথচলা শুরু করলেন বলি তারকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Swara Bhasker Baby Girl: বিয়ের আট মাসেই মা হলেন স্বরা, সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদের কোলে কন্যাসন্তান, নাম কী রাখা হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল