Bollywood Gossip: কচি থেকে বুড়ো অনেক প্রেমিকেই মজেছিল মন বিশ্বসুন্দরীর এখন ভাসছেন ‘ললিত’ সোহগে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বলিউড গসিপ একেবারে চটপটা, একের পর এক পুুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে শেষে কিনা ললিত মোদির ‘বেটারহাফ’...বিবাহিত পুরুষ থেকে কচি ছেলে নানা সময়ে নানা জায়গায় মন মজেছিল সুস্মিতা সেনের...
advertisement
1/13

এই তো দিন কয়েক আগে পর্যন্তও ভারতীয় মডেল রোহমন শলের সঙ্গে প্রায়ই দেখা গিয়েছে সুস্মিতা সেনকে। এই জুটি তাদের সম্পর্কের বিষয়ে বেশ খোলামেলা ছিলেন এবং এমনকি সুস্মিতা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রোহমানের সঙ্গে সম্পর্কে থাকার কথা সোশ্যাল মিডিয়ায় সরকারিভাবে স্বীকারও করেছিলেন৷ তিনি নয়ডা, দিল্লির ২৭ বছর বয়সী মডেল, যিনি র্যাম্পে তিনি তারকা ডিজাইনদের পোশাকে নিয়মিত হেঁটেছেন। হঠাৎই তড়িঘড়ি নিজের চেয়ে ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ডকে ছেড়ে দেন বিশ্বসুন্দরী৷ Photo- File
advertisement
2/13
ঋত্বিক ভাসিন এবং সুস্মিতা সেন চার বছরের মতো ডেট করেছিলেন৷ ২০১৭ নাগাদ তাঁদের এই সম্পর্কে বিচ্ছেদ হয়েছিল। ঋত্বিক এবং সুস্মিতাকে সাগরিকা ঘাটকে এবং জহির খানের বিয়েতে একসঙ্গে নিমন্ত্রিত হিসেবে দেখা গিয়েছিল। ঋত্বিক ভাসিন মুম্বইয়ের রেস্তোরাঁর মালিক। Photo- File
advertisement
3/13
বলিউডের প্রতিভাবান অভিনেতা এবং স্টাউট চেহারার এই অভিনেতা হলেন রণদীপ হুডা৷ প্রাক্তন মিস ইউনিভার্সের মন জয় করেছিলেন নাকি তিনি। এমনটাই জোর বলিউড গসিপ৷ কর্মা এবং হোলি সিনেমার শ্যুটিংয়ের সময় এই জুটি ডেটিং শুরু করেছিলেন। রণদীপ ও সুস্মিতা সেনের সম্পর্কও বেশিদিন টেকেনি৷ রণদীপের সঙ্গে সুস্মিতা সেনের প্রেমের সম্পর্কের গসিপ আগুনের মতো ছড়িয়ে পড়েছে। তবে প্রেম ভাঙলেও এখনও নাকি ভাল বন্ধু এই জুটি৷ Photo- File
advertisement
4/13
সুস্মিতা কিছু সময়ের জন্য সেলিব্রিটি ম্যানেজার বান্টি সজদের সঙ্গে ডেট করেছিলেন৷ আর পাঁচটা রিলেশনশিপের মতো এটিও কিন্তু কার্যকর হয়নি। যদিও গসিপ ছিল যে দু'জনের বাগদান হয়েছে। দিয়া মির্জা ও নেহা ধুপিয়ার ডেট করার গুঞ্জন ছিল বান্টির। সোনাক্ষী সিনহার সঙ্গেও তিনি নাকি ডেট করছেন। Photo- File
advertisement
5/13
বিক্রম ভাটের সঙ্গে ব্রেকআপের পর হোটেল মালিক সঞ্জয় নারাং-এর সঙ্গে ডেট করেছিলেন সুস্মিতা। শীঘ্রই তাদের বিচ্ছেদ ঘটে।Photo- File
advertisement
6/13
বিক্রম ভাট এবং সুস্মিতার প্রেম কাহিনী বলিউডের অন্যতম সেরা গসিপ৷ ১৯৯৬ তে দস্তক ছবির শ্যুটিংয়ের সময় শুরু হয়। কিন্তু সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি৷ বলিউডে পা রাখার পরপরেই বিক্রমের সঙ্গে বিশ্বসুন্দরী তরুণীর চুটিয়ে প্রেম কারোর চোখ এড়ায়নি৷ সেই সময় বিবাহিত ছিলেন বিক্রম এবং সুস্মিতার কারণে তার পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু পরে তিনি তাঁর সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হন। Photo- File
advertisement
7/13
সুস্মিতা ইন্দো- আমেরিকান ব্যবসায়ী এবং Hotmail.com-এর প্রতিষ্ঠাতা সাবির ভাটিয়ার সঙ্গে অল্প দিনের জন্য ডেট করেছিলেন৷ সম্পর্কটি খুবই স্বল্পমেয়াদের ছিল।Photo- File
advertisement
8/13
ব্যবসায়ী ইমতিয়াজ খাট্টির সঙ্গেও সুস্মিতা সেনের নামও জড়িয়েছিল। তবে ইমতিয়াজের সঙ্গে সুস্মিতা প্রেমের সম্পর্কও একেবারেই অল্প সময়ের৷ Photo- File
advertisement
9/13
সুস্মিতা সেনের আরও একটি প্রেমের শর্ট ইনিংস ছিল চলচ্চিত্র নির্মাতা মুদাসসার আজিজের সঙ্গে৷ কিছুদিন ধরে ডেটিং করছিলেন তাঁরা৷ ২০১০এ দুলহা মিল গয়া সিনেমার শ্যুটিংয়ের সময় এই সম্পর্ক শুরু হয়৷ Photo- File
advertisement
10/13
খুব বেশি জানাজানি না হলেও সুস্মিতা সেন হেভিওয়েট ব্যবসায়ী অনিল অম্বানির সঙ্গেও ডেট করেছিলেন। টিনা অম্বানি এবং অনিল আম্বানির সম্পর্ক সে সময়ে খারাপ যাচ্ছিল, তখনই অনিল সুস্মিতার সঙ্গে ডেটিং শুরু করেছিলেন। বলিউডের গসিপ আরও শোনা যায় যে অনিল অম্বানি সে সময় তাঁকে ২২ ক্যারেটের হিরের আংটিও দিয়েছিলেন। Photo- File
advertisement
11/13
বলিউড ও ক্রিকেটের যোগ যুগ যুগ ধরে চলেছেই৷ সুস্মিতা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন কর্মকর্তা ললিত মোদির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে আরও একবার ক্রিকেটের সঙ্গে জড়িয়েছিলেন৷ পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আক্রমের মনও জয় করেছিলেন এবং এই জুটি দীর্ঘদিন রিলেশনশিপে ছিলেন। এই জুটি একটি নাচের রিয়েলিটি শোয়ের সেটে আলাপের পর বন্ধু হয়ে ওঠেন৷ এমনকি এও গুজব ছিল যে জুটি বিয়ে করতে চলেছেন। Photo- File
advertisement
12/13
চলচ্চিত্র নির্মাতা মানব মেননের সঙ্গেও সুস্মিতা সেনের সম্পর্ক ছিল৷ বিশ্বসুন্দরী তাঁর কর্মজীবনের শুরুতে মানবের সঙ্গে ডেটিং করেছিলেন৷ ২০১১ সালের সময়েও তাঁদের একসঙ্গে দেখা যেত৷ এঁরা আজও বন্ধু রয়েছেন৷ Photo- File
advertisement
13/13
বৃহস্পতিবার সন্ধ্যায় ললিত মোদির সোশ্যাল মিডিয়া পোস্টে একেবারে হিল্লোল পড়ে যায়৷ এখন সোশ্যাল মিডিয়া প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী সকলেই প্রকাশ্যে নিজেদের উথলে পড়া প্রেমের ছবি দেন৷ যাকে পিডিএ বা পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন বলেন৷ বি-টাউনের সুন্দরী সুস্মিতা সেনকে বেটার হাফ বলে ট্যুইট করে একেবারে আলোড়ন ফেলে দেন আইপিএলের এক সময়ের চেয়ারম্যান৷ এখন ললিত ও সুস্মিতার প্রেম একেবারে ললিত কলার মতো রঙিন হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ Photo -Instagram