TRENDING:

Sushmita Sen And Her Past Relationships: আক্রম, বিক্রম ভাট থেকে হালের ললিত মোদি, সুস্মিতার জীবনে আর কোন-কোন পুরুষ এসেছিলেন? পড়ুন

Last Updated:
৪৬-এর সুস্মিতার জীবনে বহু প্রেম এসেছিল...
advertisement
1/11
আক্রম, বিক্রম থেকে হালের ললিত মোদি, সুস্মিতার জীবনে আর কোন-কোন পুরুষ এসেছিলেন?
বরাবরই চর্চায় থাকেন এবং থেকেছেন এবং বলা ভাল থাকতে ভালবাসেন সুস্মিতা সেন। মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া এবং মিস ইউনিভার্স। ২০ বছর বয়সে রূপোলি দুনিয়া। বলিউডের কেরিয়ার তেমন সফল ছিল না, কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন সবসময় লাইমলাইটে থেকেছে । কখনও রণদীপ হুডা, কখনও মুম্বইয়ের রেস্তরাঁর মালিক রিতিক ভাসিন, কখনও পরিচালক বিক্রম ভট্ট, তো কখনও তাঁর চেয়ে বয়সে অনেক ছোট রহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। এবার সেই তালিকায় নয়া সংযোজন ললিত মোদি। একনজরে দেখে নিন সুস্মিতার প্রেমিকের তালিকায় কারা কারা ছিলেন--
advertisement
2/11
২৭ বছরের অসমবয়সি প্রেমিক রোহমানের সঙ্গে কিছু দিন হল বিচ্ছেদ ঘোষণা করেছেন সুস্মিতা। তার আগে প্রেম থেকে ঘোরাঘুরি, পার্টি থেকে খাওয়াদাওয়া, সবই নিয়মিত প্রকাশ্যে আনতেন দু’জনে। পেশায় মডেল রোহমানের সঙ্গে এখনও অভিনেত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।২৭ বছরের অসমবয়সি প্রেমিক রোহমানের সঙ্গে কিছু দিন হল বিচ্ছেদ ঘোষণা করেছেন সুস্মিতা। তার আগে প্রেম থেকে ঘোরাঘুরি, পার্টি থেকে খাওয়াদাওয়া, সবই নিয়মিত প্রকাশ্যে আনতেন দু’জনে। পেশায় মডেল রোহমানের সঙ্গে এখনও অভিনেত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
advertisement
3/11
মডেল-অভিনেতা রণদীপ আর সুস্মিতার প্রেম এক সময়ে আগুন জ্বাআলিয়েছিল। ‘কর্মা অ্যান্ড হোলি’ ছবির শ্যুটে আলাপ থেকে প্রেম। ব্রেক-আপের পরও অবশ্য তাঁরা ভাল বন্ধু
advertisement
4/11
পরিচালক বিক্রম ভট্টের সঙ্গেও তুমুল প্রেম ছিল সুস্মিতার। ‘দস্তক’ ছবিতে কাজ করতে গিয়ে বিবাহিত বিক্রমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তার জেরে নাকি ঘর ভেঙেছিল পরিচালকের!
advertisement
5/11
‘দুলহা মিল গয়া’র সেটে পরিচালক মুদস্‌সরের সঙ্গে আলাপ এবং সম্পর্ক সুস্মিতার। কিছুদিনের মধ্যেই অবশ্য ব্রেক-আপ হয়ে যায়
advertisement
6/11
হটমেল-এর কো-ফাউন্ডার সাবির ভাটিয়ার সঙ্গেও সম্পর্কৈ জড়িয়েছিলেন সুস্মিতা
advertisement
7/11
বান্টি সচদেব আর সুস্মিতার লাভ-স্টোরিও খুব সংক্ষিপ্ত
advertisement
8/11
আক্রম-সুস্মিতার ছিল পাগলপারা প্রেমের কাহিনি। বেশ অনেক দিন নাকি সম্পর্কে ছিলেন দু’জনে। বলিপাড়ার গুঞ্জন বলে, পাকিস্তানি ক্রিকেটারকে নাকি বিয়েও করেছিলেন অভিনেত্রী!
advertisement
9/11
ব্যবসায়ী ইমতিয়াজ খতড়ির সঙ্গেও স্বল্প সম্পর্কে ছিলেন সুস্মিতা
advertisement
10/11
বিক্রমের সঙ্গে প্রেম ভাঙার পর হোটেলমালিক সঞ্জয়-এর ছিল সুস্মিতা প্রেম।
advertisement
11/11
রোহমানের আগে মুম্বইয়ের রেস্তরাঁ মালিক ঋত্বিকের সঙ্গে ভালবাসায় জড়িয়েছিলেন সুস্মিতা। ক্রিকেট তারকা জাহির খান এবং বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটকের বিয়েতে যুগলে দেখা গিয়েছিল তাঁদের। চার বছরের সম্পর্কের ইতি টানে ২০১৭-য়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sushmita Sen And Her Past Relationships: আক্রম, বিক্রম ভাট থেকে হালের ললিত মোদি, সুস্মিতার জীবনে আর কোন-কোন পুরুষ এসেছিলেন? পড়ুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল