মৃত্যুর আগের রাতে সুশান্তের কাছে আসা এই ফোন নিয়েই রহস্য..
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
মৃত্যুর আগের রাতের এসেছিল একটি রহস্যজনক ফোন, তারপরই যা যা করেছিলেন সুশান্ত
advertisement
1/7

( কোন কারণে এমন চরম পদক্ষেপ নিলেন সুশান্ত? মৃত্যুর পাঁচদিন পরেও এই প্রশ্নেরই উত্তর খুঁজে চলেছে তাঁর পরিবার-পরিজন, বন্ধু থেকে অনুরাগীরা ৷ তদন্তে নেমেছে পুলিশও ৷ ফাইল ছবি)
advertisement
2/7
তারকা অভিনেতার আত্মহত্যায় আষ্ঠেপৃষ্ঠে রয়েছে রহস্য ৷ পেশাগত নাকি নিজস্ব জীবন কিসের থেকে এমন চরম অবসাদের শিকার হলেন সুশান্ত সিং রাজপুতের মতো মানুষ! প্রাথমিক তদন্তের উপর ভিত্তি করে পুলিশের অনুমান সুশান্তের মৃত্যুর কারণ লুকিয়ে তাঁর ফোনেই ৷
advertisement
3/7
১৩ জুন রাতের ফোনগুলি থেকেই রহস্যের উত্তর মিলবে বলে মনে করছেন তদন্তকারীরা ৷
advertisement
4/7
ব্রেকিং বুম-এর খবর অনুযায়ী, আত্মহত্যার আগের রাতে সুশান্তের মোবাইলে একটি ফোন আসার পরই চিন্তিত হয়ে পড়েন সুশান্ত ৷ এর কিছুক্ষণ পর থেকেই নিজের প্রিয় বন্ধু মহেশ শেঠি ও বান্ধবী রিয়া চক্রবর্তীকে একের পর এক ফোন করতে থাকেন সুশান্ত ৷
advertisement
5/7
সে সময় কেউই অভিনেতার ফোনের উত্তর দেননি ৷ যদিও মহেশ শেট্টি পরদিন সুশান্তের ফোনে কল ব্যাক করেন ৷ সেসময় ফোন ধরেননি সুশান্ত ৷ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, মহেশের ফোন যখন আসে তখন সুশান্ত আর নেই ৷
advertisement
6/7
সেদিন রাতে আসা ফোনের রহস্য উদঘাটনে সচেষ্ট তদন্তকারীরা ৷ মহেশ শেট্টির বয়ান রেকর্ডের পর প্রায় ১০ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে ৷
advertisement
7/7
রিয়া ও অন্যান্যদের থেকে পাওয়া তথ্যের থেকে যা জানা গিয়েছে, তাতে এটা স্পষ্ট অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন সুশান্ত ৷ সম্প্রতি প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যাতেও যথেষ্ট বিমর্ষ ও উদ্বেলিত হয়ে পড়েছিলেন অভিনেতা ৷ উল্লেখ্য, লকডাউনে একসঙ্গে থাকলেও দিশার মৃত্যুর পরেই সুশান্তকে ফ্ল্যাটে একা রেখে চলে যান রিয়া ৷ হঠাৎ রিয়ার এভাবে চলে যাওয়া নিয়েও প্রশ্ন উঠছে ৷