TRENDING:

Bollywood Gossip: সুপারস্টার হ্যান্ডসাম বাবা, ৯ বছরে একটিও হিট ছবি নেই 'সুপার ফ্লপ' মেয়ের, তবুও সম্পত্তির শেষ নেই এই নায়িকার, কে বলুন তো?

Last Updated:
Actress Gossip: আজ এমন এক বলিউড অভিনেত্রীর জন্মদিন, যার বাবা একটি সুপারহিট চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তাঁর প্রথম ছবি বক্স অফিসে দারুণ হিট হলেও, মেয়ের কেরিয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে যায়। তবে তাঁর সম্পত্তির পরিমান কোটি কোটি টাকা।
advertisement
1/7
সুপারস্টার হ্যান্ডসাম বাবা, ৯ বছরে একটিও হিট ছবি নেই 'সুপার ফ্লপ' মেয়ের, চেনেন?
*আজ এমন এক বলিউড অভিনেত্রীর জন্মদিন, যার বাবা একটি সুপারহিট চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তার প্রথম ছবি বক্স অফিসে দারুণ হিট হলেও স্টারকিডের কেরিয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে যায়। (ছবি সৌজন্যে-instagram@athiyashetty)
advertisement
2/7
*২০১৫ সালে 'হিরো' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলিকে। সালমান খান আথিয়া শেট্টিকে ইন্ডাস্ট্রিতে লঞ্চ করেছিলেন। বড় ব্রেক পেলেও তার প্রথম ছবি ফ্লপ হয়। (ছবি সৌজন্যে-instagram@athiyashetty)
advertisement
3/7
*আথিয়া শেঠি ও সুরজ পাঞ্চোলি অভিনীত 'হিরো' ছবিটি প্রযোজনা করেন সলমন খান। সলমন দুই নতুন অভিনেতার উপর বাজি ধরেছিলেন, যার কারণে তাকে কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। (ছবি সৌজন্যে-instagram@athiyashetty)
advertisement
4/7
*'হিরো' ছবির ফ্লপের পর ২০১৭ সালে 'মুবারকান' ছবিতে দেখা যায় আথিয়া শেঠিকে। এই ছবিতে তিনি অনিল কাপুর ও অর্জুন কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন। প্রথম ছবির চেয়ে বক্স অফিসে খারাপ ব্যবসা করেছিল এই ছবি। দর্শক তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। (ছবি সৌজন্যে-instagram@athiyashetty)
advertisement
5/7
*দুটি ফ্লপের পরে, আথিয়া শেঠি ২০১৯ সালে প্রবীণ অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সাথে হাজির হন। এমনকি নিজের ভাগ্য বদলাতে পারেননি বর্ষীয়ান অভিনেতাও। এই ছবিটি বক্স অফিসে একটি বিপর্যয় হিসাবে প্রমাণিত হয়েছিল। (ছবি সৌজন্যে-instagram@athiyashetty)
advertisement
6/7
*২০১৯ সালের পর থেকে কোনও ছবিতে দেখা যায়নি আথিয়া শেট্টিকে। সিনেমা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। বলিউডে মুদ্রা তৈরি করতে না পারলেও বিলাসবহুল জীবনযাপনের শখ আথিয়া শেঠির। ব্র্যান্ডের বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা আয় করেন তিনি। কোইমোই-এর রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। ইউটিউব চ্যানেলের মাধ্যমেও তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। (ছবি সৌজন্যে-instagram@athiyashetty)
advertisement
7/7
*গত বছরের জানুয়ারিতে আথিয়া শেঠি ক্রিকেটার কেএল রাহুলকে বিয়ে করেন। অভিনেত্রীর বাবা সুনীল শেঠির বাড়িতে সাদামাটা কায়দায় গাঁটছড়া বাঁধেন এই জুটি। (ছবি সৌজন্যে-instagram@athiyashetty)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: সুপারস্টার হ্যান্ডসাম বাবা, ৯ বছরে একটিও হিট ছবি নেই 'সুপার ফ্লপ' মেয়ের, তবুও সম্পত্তির শেষ নেই এই নায়িকার, কে বলুন তো?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল